সোমবার, ২০ মে, ২০১৯ ০০:০০ টা

সুযোগ উচ্চ পর্যায়ের কয়েকজনকে

- ইব্রাহীম খালেদ

সুযোগ উচ্চ পর্যায়ের কয়েকজনকে

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহীম খালেদ বলেছেন, দুই শতাংশ ডাউন পেমেন্ট দিয়ে খেলাপি ঋণ নিয়মিত হলে লুটপাটের সুযোগ তৈরি হবে। যারা খেলাপি তারা সুবিধা পাচ্ছেন আর যারা ভালো ব্যবসায়ী তাদের কিছুই দেওয়া হবে না। ভালো গ্রাহকদের ১০ শতাংশ রিবেটের কথা বলা হলেও বাস্তবে এটা দেওয়া হবে না। এর মানে হচ্ছে খেলাপি হওয়াই ভালো। বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপে তিনি আরও বলেন, কয়েকজন ব্যাংক মালিক ও শীর্ষ খেলাপি এই সুবিধা নেবেন। খেলাপি ঋণের বিপরীতে প্রভিশন রয়েছে বাংলাদেশ ব্যাংকে। নিয়মিত করার পর ব্যাংক মালিকরা এই প্রভিশন উঠিয়ে নিয়ে যাবেন। প্রভিশনের টাকা নতুন করে আবারও ঋণ দেবেন। তাতে ব্যাংকের রক্তক্ষরণ শুরু হবে। খেলাপিরা সুবিধা নেবেন। ব্যাংকের কয়েকজন মালিক সুবিধা নেবেন। আমানতকারীরা ঝুঁকিতে পড়ে যাবেন। ব্যাংকগুলো ঝুঁকিতে পড়ে যাবে। তিনি আরও বলেন, যারা ভালো ঋণগ্রহীতা তারা সুদ বেশি দিচ্ছেন। এতদিন নিয়মিত পরিশোধ করে এসে তারা তাহলে ভুল করেছেন। পরিশোধ না করলে বিশেষ সুবিধা পেতেন। ভালো গ্রহীতাদের ২/৩ বছরে তাদের ঋণ পরিশোধ করতে হবে আর খেলাপিরা পরিশোধে ১০ বছর সময় পাবেন। এটা কোনোভাবেই ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত হয়নি। বরং ভালো গ্রহীতাদের জন্য কিছু সুযোগ-সুবিধা দেওয়া হলে ব্যবসা-বাণিজ্য চাঙ্গা হওয়ার পাশাপাশি ব্যাংক খাতেও স্থিতিশীলতা ফিরে আসত।

সর্বশেষ খবর