সোমবার, ২০ মে, ২০১৯ ০০:০০ টা

ভালো ঋণগ্রহীতাকে রেয়াত সুবিধা দিন

মীর নাসির হোসেন

ভালো ঋণগ্রহীতাকে রেয়াত সুবিধা দিন

বাণিজ্যিক ব্যাংকগুলোর ভালো ঋণগ্রহীতা ব্যবসায়ীদের সুদের রেয়াতি সুবিধা প্রদানের দাবি জানিয়েছেন ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সাবেক সভাপতি মীর নাসির হোসেন। তিনি বলেছেন, সবার আগে নিয়মিত ব্যাংক ঋণ পরিশোধকারী ব্যবসায়ীদের সুদের রেয়াত দেওয়া উচিত। পাশাপাশি ব্যাংক ঋণের সুদহার কমিয়ে ৯ শতাংশে আনা খুবই জরুরি। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সাবেক সভাপতি মীর নাসির হোসেন। তিনি বলেন, বিভিন্ন কারণে ব্যাংক ঋণের সুদহার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনা সম্ভব হচ্ছে না। এ ক্ষেত্রে ব্যাংক খাতে সমন্বয় নেই। আবার সঞ্চয়পত্রের সুদহার অনেক বেশি। মীর নাসির হোসেন মনে করেন, বেসরকারি ব্যাংকগুলোতে তারল্য সংকট কমলে বিনিয়োগ বাড়ত। আবার সরকারি ব্যাংকে আমানত বেশি। ব্যাংক খাতের এ ধরনের সমস্যাগুলো দূর করা জরুরি। তার মতে, দেশের অর্থনীতি ক্রমান্বয়ে বড় হচ্ছে। ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বাড়ছে। বিনিয়োগ আরও বাড়ানোর জন্য প্রয়োজন কম সুদের ব্যাংক ঋণ। এ জন্য সুদহার কমানোর কোনো বিকল্প নেই। সুদহার কমলে বিনিয়োগ যেমন বাড়বে, তেমনি ঋণখেলাপি হওয়ার সংখ্যাও কমে আসবে। উচ্চ সুদহারের কারণেও অনেকে খেলাপিতে পরিণত হয়েছেন।

সর্বশেষ খবর