সোমবার, ২০ মে, ২০১৯ ০০:০০ টা

কাজ ভাগ হলো দুই মন্ত্রী দুই প্রতিমন্ত্রীর

স্বাস্থ্য থেকে তথ্যে মুরাদ

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন তৃতীয় মেয়াদে গঠিত সরকারের স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের দফতর বদল হয়েছে। তাকে দায়িত্ব দেওয়া হয়েছে তথ্য প্রতিমন্ত্রীর। একই সঙ্গে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের কর্মপরিধি ভাগ করে দেওয়া হয়েছে। গতকাল এই রদবদল এবং মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকালে এ সংক্রান্ত দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিপরিষদ বিভাগের একটি প্রজ্ঞাপনে জানানো হয়েছে, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে তার দফতর থেকে সরিয়ে তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছে। এই মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. হাছান মাহমুদ। আরেক প্রজ্ঞাপনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ে দায়িত্বরত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে পূর্ণ মন্ত্রী তাজুল ইসলামকে। এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যকে দায়িত্ব দেওয়া হয়েছে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের। একইভাবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তাফা জব্বার এখন থেকে শুধু ডাক ও টেলিযোগাযোগ বিভাগের দায়িত্ব পালন করবেন। আর প্রতিমন্ত্রী জুনাইদ আহ্?মেদ পলক আগের মতোই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের দায়িত্ব পালন করবেন।

সর্বশেষ খবর