বুধবার, ২২ মে, ২০১৯ ০০:০০ টা

বুথফেরত জরিপে মোদির বিজয় গুজব : প্রিয়াঙ্কা

কলকাতা প্রতিনিধি

বুথফেরত জরিপে মোদির বিজয় গুজব : প্রিয়াঙ্কা

লোকসভা নির্বাচনের ফলাফলের ওপর চালিত সমীক্ষার বিষয়বস্তুকে ‘গুজব’ বলে অভিহিত করেছেন কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, এ গুজবে কান দেবেন না। সোমবার দলীয় কর্মীদের উদ্দেশে দেওয়া এক অডিওবার্তায় প্রিয়াঙ্কা গান্ধী জানান, ‘আমার প্রিয় কংগ্রেস কর্মী বোন ও ভাইয়েরা! গুজব এবং এই বুথফেরত জরিপের হিসাব জেনে আপনারা নিজেদের অনুৎসাহিত হতে দেবেন না। এটা করা হয়েছে কেবল আপনাদের মনোবল ভেঙে দেওয়ার জন্য। এত কিছুর মধ্যেও আপনাদের সতর্ক থাকাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনারা দয়া করে ভোট গ্রহণ কেন্দ্র ও স্ট্রং রুমের বাইরে কড়া নজর রাখবেন। আমরা আশাবাদী যে, আমাদের ও আপনাদের সম্মিলিত পরিশ্রমে ভালো ফলই পাওয়া যাবে।’ শেষ দফার ভোট শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বিভিন্ন সংস্থার তরফ থেকে যে বুথফেরত জরিপ করা হয় তাতে দেখা যায়, পশ্চিমবঙ্গেও ভালো ফল করতে চলেছে বিজেপি। রাজ্যের ৪২টি লোকসভা আসনের মধ্যে ১৩টি পেতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে জরিপে। পশ্চিমবঙ্গ ছাড়াও কংগ্রেসশাসিত মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তিশগড়েও বিজেপি ভালো ফল করতে চলেছে বলে ইঙ্গিত পাওয়া গেছে। বুথফেরত জরিপ নিয়ে এর আগে বিরোধিতা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জিও। টুইট করে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, ‘বুথফেরত জরিপের গালগল্পে আমি বিশ্বাস করি না। কৌশলটা হলো এ গালগল্প ছড়িয়ে হাজার হাজার ইভিএম পাল্টে ফেলা।’ তেলেগু দেশম পার্টি (টিডিপি) প্রধান চন্দ্রবাবু নাইডুও বলেছিলেন, ‘নির্বাচন কমিশনের উচিত তাদের নিজেদের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা প্রমাণ করা। সমস্ত বিরোধী দলের কাছে আমার অনুরোধÑ ঐক্যবদ্ধ, শক্তিশালী ও দৃঢ় থাকুন। আমরা একজোট হয়ে এর বিরুদ্ধে লড়াই করব।’ লোকসভা নির্বাচনে ভোট গ্রহণ শেষ হওয়ার পরপরই বিভিন্ন বুথফেরত জরিপে আভাস পাওয়া গেছে, ৩০০-এর বেশি আসন পেয়ে দ্বিতীবারের মতো কেন্দ্রে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ পেতে পারে ১২০টি আসন। এ পরিস্থিতিতে কংগ্রেস কর্মীদের মনোবল ফিরিয়ে আনতে পরামর্শ দিয়েছেন দলটির সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। তাঁর অভিমত, বুথফেরত জরিপ নিয়ে যে আভাস দেওয়া হয়েছে তা গুজবমাত্র। এ ধরনের গুজবে কান না দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

সর্বশেষ খবর