বুধবার, ২২ মে, ২০১৯ ০০:০০ টা

কেরানীগঞ্জে আদালত অসাংবিধানিক

নিজস্ব প্রতিবেদক

কেরানীগঞ্জে আদালত অসাংবিধানিক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মামলা পরিচালনায় কেরানীগঞ্জের কারাগারে আদালত স্থাপন সম্পূর্ণ অসাংবিধানিক বলে মন্তব্য করেছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, এ বিষয়ে দলের পক্ষ থেকে উচ্চ আদালতে চ্যালেঞ্জ করা হবে। কেরানীগঞ্জ কারাগারে আদালত স্থাপন সম্পূর্ণভাবে সংবিধানপরিপন্থী। সম্পূর্ণভাবে  অবৈধ। এর বিরুদ্ধে উচ্চ আদালতে যাবে বিএনপি। গতকাল দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি  চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, সুচিকিৎসা ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ (বিএসপিপি) এ কর্মসূচির আয়োজন করে। আয়োজক সংগঠনের আহ্বায়ক জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদের সভাপতিত্বে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিএফইউজে একাংশের সভাপতি রুহুল আমিন গাজী, বিএনপির সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামীম, ডিইউজে একাংশের সভাপতি কাদের গনি চৌধুরী প্রমুখ বক্তৃতা করেন।

সর্বশেষ খবর