বৃহস্পতিবার, ২৩ মে, ২০১৯ ০০:০০ টা

সহিংসতার আশঙ্কায় ভারতজুড়ে সতর্কতা

প্রতিদিন ডেস্ক

আজ লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে ভারতে সহিংসতার আশঙ্কা তৈরি হয়েছে। এ অবস্থায় গোটা দেশে কড়া সতর্কাবস্থা জারি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকাল সব রাজ্যের পুলিশ প্রধানদের সতর্ক থাকার জন্য নির্দেশ দিয়েছেন। সূত্র : এনডিটিভি।

মন্ত্রণালয়ের সতর্কবার্তায় বলা হয়েছে, ভোট গণনার সময় সহিংসতা সৃষ্টির চেষ্টা চলছে। সহিংসতা ছড়িয়ে দেওয়ার জন্য নানা তৎপরতার আভাস পাওয়া গেছে। এ অবস্থায় রাজ্য ও  কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে সতর্ক থাকতে বলা হচ্ছে। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের শক্তিশালী কক্ষের নিরাপত্তা ব্যবস্থা নিতে হবে। এ ছাড়া ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) রাখার জায়গাসহ  ভোট গণনার স্থানে পর্যাপ্ত ব্যবস্থা নিতে হবে। এতে আরও বলা হয়, কিছু প্রতিষ্ঠান ও ব্যক্তি, বিশেষত উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ, বিহার ও ত্রিপুরা রাজ্যের কিছু নির্দিষ্ট বিবৃতি দিয়েছেন-  যা গণনা প্রক্রিয়াতে সহিংসতা ও বাধা সৃষ্টি করতে পারে। জানা গেছে, বিভিন্ন রাজ্যে ভোট গণনার আগে থেকেই ভোটার  মেশিনকে উচ্চ নিরাপত্তায় রাখা হয়েছে।

সর্বশেষ খবর