বৃহস্পতিবার, ২৩ মে, ২০১৯ ০০:০০ টা

বগুড়ায় ফরম তুলছেন না খালেদা জিয়া

অফিস দখল নিয়ে দুই পক্ষ মুখোমুখি

নিজস্ব প্রতিবেদক

বগুড়া-৬ উপনির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলের কারাবন্দী চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে মনোনয়ন ফরম তোলার সিদ্ধান্ত হলেও গতকাল তিনি নিজেই তা নাকচ করে দিয়েছেন। বেগম জিয়ার ফরম না তোলার বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান। তবে ওই আসনে জেলার আহ্বায়ক জি এম সিরাজ, বগুড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট এ কে এম মাহবুবুর রহমান, জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম বাদশা এবং জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁনকে মনোনয়নপত্র সংগ্রহ করতে বলা হয়েছে। কৌশলগত কারণেই চারজনকে মনোনয়ন ফরম তুলতে বলা হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে বগুড়া জেলা বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে স্কাইপিতে বৈঠকে বেগম জিয়াসহ পাঁচজনের মনোনয়ন ফরম সংগ্রহের সিদ্ধান্তের কথা জানান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে গতকাল বেগম খালেদা তার পরিবারের সদস্যদের জানিয়েছেন, তিনি মনোনয়ন ফরম তুলবেন না।

নাজমা আকতারের বহিষ্কারাদেশ প্রত্যাহার : বগুড়া  জেলা বিএনপির সহ-মৎস্য বিষয়ক সম্পাদক নাজমা আকতারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের কথা জানানো হয়। ইতিপূর্বে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছিল। এ ছাড়া বগুড়া  জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম হেলাল ইতিপূর্বে দল থেকে পদত্যাগ করেছিলেন।  তার প্রাথমিক  সদস্য পদ ফিরিয়ে  দেওয়া হয়েছে।

বগুড়ায় বিএনপি অফিস দখল নিতে মুখোমুখি দুই গ্রুপ : বগুড়ায় বিএনপি কার্যালয়ে প্রবেশ নিয়ে বহিষ্কৃত ও পদবঞ্চিত এবং নবগঠিত আহ্বায়ক কমিটির নেতা-কর্মীদের মধ্যে বাগ্বিতন্ডা এবং ধক্কাধাক্কির ঘটনা ঘটেছে। ঘটনার সময়পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। তবে বিএনপির দুই গ্রুপই কার্যালয় দখল নিতে মুখোমুখি অবস্থান নেয়। গতকাল বিকাল ৩টায় বগুড়া জেলা শহরের নবাববাড়ী সড়কের জেলা বিএনপি কার্যালয়ে প্রবেশ করতে যান নবগঠিত আহ্বায়ক কমিটির নেতা-কর্মীরা। এ খবর পেয়ে বহিষ্কৃত ও পদবঞ্চিত নেতা-কর্মীরা জেলা কার্যালয়ে ছুটে এসে বাধা দেন। প্রথমে বাগ্বিতন্ডা এবং পরে বাধা দিলে এ নিয়ে দুই গ্রুপের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

সেখানে উপস্থিত পুলিশ সদস্যরা দুই গ্রুপের মধ্যে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। সম্প্রতি বিএনপির কেন্দ্রীয় কমিটি সাবেক এমপি গোলাম মোহাম্মদ (জি এম) সিরাজকে আহ্বায়ক করে ৩১ সদস্যবিশিষ্ট বগুড়া জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করে। এ ঘোষণার পর থেকে পদবঞ্চিতরা আহ্বায়ক কমিটির বিরোধিতা করে জেলা কার্যালয়ে তালা, অগ্নিসংযোগ ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটান। এর পর থেকে এক পক্ষ তালা দেয় অন্য পক্ষ তালা খোলে। এ নিয়ে পদবঞ্চিতরা আন্দোলন করে আসছেন। এসবের মধ্যেই গতকাল বিকালে দলীয় কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলন করেন জেলা জাসাসের সেক্রেটারি দেলোয়ার হোসেন পশারী হিরু। সংবাদ সম্মেলনে বলা হয়, জি এম সিরাজের আহ্বায়ক কমিটি সঠিক নয়। তারা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ভুল বুঝিয়ে এ কমিটি করেন। সুবিধাভোগী দিয়ে বিএনপি চলবে না। সংস্কারবাদী দিয়ে জেলা বিএনপির কোনো উন্নয়ন হবে না। এ আহ্বায়ক কমিটি বাতিল করে নতুন করে কমিটি গঠন করার দাবি জানানো হয়েছে সংবাদ সম্মেলনে।

সর্বশেষ খবর