বৃহস্পতিবার, ২৩ মে, ২০১৯ ০০:০০ টা

ভারতে ক্ষমতায় যেই আসুক স্থিতিশীল সম্পর্ক থাকবে

নিজস্ব প্রতিবেদক

ভারতে ক্ষমতায় যেই আসুক স্থিতিশীল সম্পর্ক থাকবে

এম হুমায়ুন কবির

সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির ভারতের নির্বাচন প্রসঙ্গে বলেন, ভারতের লোকসভা নির্বাচনে বিজেপি কিংবা কংগ্রেস যে দলই ক্ষমতায় আসুক বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল থাকবে। কংগ্রেস ও বিজেপি, দুই সরকারের আমলেই বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ব্যাপকতা ও গভীরতা প্রসারিত হয়েছে। তাই ভূ-রাজনৈতিক কারণেই আগামীতে বাংলাদেশ-ভারত সম্পর্ক স্থিতিশীল থাকবে বলে আমরা আশাবাদী। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপচারিতায় হুমায়ুন কবির বলেন, ভারতে গত দুই মেয়াদে কংগ্রেস ও বিজেপি ক্ষমতায় ছিল। তখন বাংলাদেশের সঙ্গে সম্পর্কের উত্তরোত্তর উন্নয়ন ঘটেছে। সম্পর্কে গভীরতা ও প্রসারতা এসেছে। দ্বিপক্ষীয় সমঝোতা একটা উচ্চতর জায়গায় পৌঁছেছে। এর পেছনে কারণ হলো বাংলাদেশ-ভারতের মধ্যে অনেক চ্যালেঞ্জ কাছাকাছি। দারিদ্র্য কমাতে এবং শিক্ষার হার উন্নয়নে দুই দেশই কাজ করছে। ভারতের এই নির্বাচনের আগে ‘অনুপ্রবেশ’ বিষয়ে বাংলাদেশ নিয়ে আলোচনার ঝড় ছিল উল্লেখ করে এম হুমায়ুন কবির বলেন, এটা আমাদের জন্য সুখকর ছিল না। অনুপ্রবেশ বিষয়ে বাংলাদেশের নাম জড়িয়ে সম্পর্ক অস্থিতিশীল করার পরিবেশ তৈরি হয়েছিল। তবে পরিস্থিতি পাল্টেছে। আমরা প্রতিবেশী হিসেবে ভারতের অভ্যন্তরীণ স্থিতিশীলতা প্রত্যাশা করি। এতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আন্তসম্পর্কের কাঠামো জোরদার হবে।

সর্বশেষ খবর