বৃহস্পতিবার, ২৩ মে, ২০১৯ ০০:০০ টা

দুর্ভাগ্য এমন সরকার ক্ষমতায়

নিজস্ব প্রতিবেদক

দুর্ভাগ্য এমন সরকার ক্ষমতায়

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ‘আমাদের দুর্ভাগ্য এমন সরকারকে ক্ষমতায় দেখতে হচ্ছে, সইতে হচ্ছে। তাই দেশের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে জাতিকে এগিয়ে নিতে হবে। দেশের মানুষকে অবশ্যই ঐকবদ্ধ হতে হবে। সরকারের এসব ব্যর্থতাকে সামনে নিয়ে তারা ঐক্যবদ্ধ হবে। সারা দেশে ধান উৎপাদনের জন্য কৃষককে শাস্তি ভোগ করতে হবে তা কল্পনাই করা যায় না। এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে, কারণ সরকারের কৃষিনীতি নেই। তা ছাড়া এ সরকার যা যা করবে বলে ঘোষণা দিয়েছিল তা তারা মানেনি, মানছেও না। তারা ধান উৎপাদনের সময় বড় বড় কথা বলে, কিন্তু উৎপাদনের পর সরকারের কী করণীয় তা করে না। গতকাল জাতীয় প্রেস ক্লাবে গণফোরামের এক সংবাদ সম্মেলনে দলের প্রধান ড. কামাল হোসেন এসব কথা বলেন। এতে কৃষকের উৎপাদিত ধানের ন্যায্য মূল্যের দাবি ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতির ওপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ড. কামাল হোসেন। লিখিত বক্তব্য পাঠ করেন অধ্যাপক ড. আবু সাইয়িদ। সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া, অধ্যাপক ড. আবু সাইয়িদ, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক, অ্যাডভোকেট মহসিন রশিদ, মেসবাহ উদ্দীন আহমেদ, মোশতাক আহমেদ, খান সিদ্দিকুর রহমান, ফরিদা ইয়াছমীন, মাহমুদ উল্লাহ মধু প্রমুখ উপস্থিত ছিলেন। ড. কামাল হোসেন বলেন, ‘এটা যে শুধু ধান ক্রয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে তা নয়। সব ক্ষেত্রেই সরকারের একটা দায়িত্বহীনতা লক্ষ করা গেছে। কোনো কিছুতেই এ সরকারের দায়িত্ববোধ নেই। কৃষকের ধান কেনাসহ নাগরিকের ব্যাপারেও সরকারে দায়িত্বহীনতা স্পষ্ট।

সর্বশেষ খবর