শিরোনাম
বৃহস্পতিবার, ২৩ মে, ২০১৯ ০০:০০ টা
রাজউকের পরিদর্শন প্রতিবেদন

রাজধানীর বহুতল ভবনের অধিকাংশেই ভয়ানক ত্রুটি

নিজস্ব প্রতিবেদক

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন অঞ্চলগুলোতে ১০ তলার বেশি ১ হাজার ৮১৮টি বহুতল ভবনের গড়ে প্রায় ৪৯ শতাংশে কোনো না কোনো ত্রুটি পাওয়া গেছে। ভয়ানক এসব ত্রুটির মধ্যে আছে- নকশা ছাড়া নির্মাণ, নকশায় ব্যত্যয়, অগ্নিনির্বাপন ব্যবস্থা না থাকা, জরুরি সিঁড়ির অপ্রতুলতা ও আবাসিক অনুমোদন নিয়ে বাণিজ্যিক ব্যবহার। এর মধ্যে নকশা না নিয়ে বা লঙ্ঘন করে নির্মিত ভবনের সংখ্যা ৪৭৫। রাজউকে পরিদর্শন দলের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। গতকাল এ প্রতিবেদন প্রকাশ করা হয়।

সর্বশেষ খবর