শুক্রবার, ২৪ মে, ২০১৯ ০০:০০ টা
কী প্রভাব পড়বে বাংলাদেশ-ভারত সম্পর্কে

সুরাহা হবে অমীমাংসিত ইস্যু

-অধ্যাপক ড. দেলোয়ার হোসেন

নিজস্ব প্রতিবেদক

সুরাহা হবে অমীমাংসিত ইস্যু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. দেলোয়ার হোসেন বলেছেন, ভারতের লোকসভা নির্বাচনে সরকারের ধারাবাহিকতা বজায় থাকলে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও বেগবান হবে। এতে অমীমাংসিত বিষয়গুলো সমাধানের সুযোগ আরও বাড়বে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও ভূ-রাজনৈতিক কারণে দুই দেশের সম্পর্কে টানাপড়েনের সুযোগ নেই। তিনি আরও বলেন, ২০১৪ সালে ভারতের নির্বাচনে যখন বিজেপি ক্ষমতায় আসে তখন দুই দেশের সম্পর্কের মাত্রা পরিবর্তনের আভাস ছিল। কিন্তু দুই দেশের সরকারের চেষ্টায় সম্পর্কের ধারাবাহিকতা বজায় থেকেছে। দুই দেশের সম্পর্কের সার্বিক বিবেচনায় এখন আর পরিবর্তনের সুযোগ নেই। অমীমাংসিত বিষয়গুলো সুরাহার ক্ষেত্রে আমরা বরং বেশি আশা করতে পারি। আমাদের দিকেও শক্তিশালী সরকার এবং কূটনৈতিক তৎপরতা আছে। তিস্তার পানি চুক্তি, সীমান্তে হত্যাকা  বন্ধ, রোহিঙ্গা ইস্যু, বাণিজ্য ঘাটতি কমিয়ে আনাসহ বেশ কিছু বিষয় অমীমাংসিত রয়েছে। এগুলো সমাধানে উদ্যোগী হতে হবে। তিনি বলেন, দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক বিবেচনায় বাংলাদেশ গুরুত্বপূর্ণ অবস্থানে আছে। চীনের সঙ্গে বাংলাদেশের জোরদার বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। সার্বিক বিবেচনায় বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের ধারাবাহিকতা বজায় থাকবে।

সর্বশেষ খবর