শুক্রবার, ২৪ মে, ২০১৯ ০০:০০ টা

একটিতে জিতলেন অন্যটিতে হারলেন রাহুল গান্ধী

প্রতিদিন ডেস্ক

গান্ধী পরিবারের রাজনৈতিক ঘাঁটি হিসেবে পরিচিত ভারতের উত্তরপ্রদেশের আমেথি আসনে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে হারিয়েছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী স্মৃতি ইরানি। তবে রাহুল জিতেছেন কেরালার ওয়াইয়ানাদ আসনে। সূত্র : ভারতীয় গণমাধ্যম। আমেথিতে ২০০৪ সাল থেকে নির্বাচিত হয়ে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী লোকসভায় প্রতিনিধিত্ব করছিলেন। কিন্তু এবার পৈতৃক এ আসনটি তাকে হারাতে হলো। উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ থেকে ১৩০ কিলোমিটার দূরের এই আসনে রাহুল গান্ধী লড়াই করায় সবার নজর ছিল আমেথির প্রতি। গান্ধী পরিবারের ঐতিহ্যবাহী এ আসনে কংগ্রেস প্রার্থীরাই কয়েক দশক ধরে নির্বাচিত হয়ে আসছিলেন। কংগ্রেসের ঘাঁটি হিসেবে পরিচিত গান্ধী পরিবারের এ আসনে রাহুল হেরে যাওয়ায় সেই ‘দুর্গের পতন’ এবং বিজেপির জন্য প্রতিপক্ষের ‘দুর্গ দখল’ হিসেবে দেখা হচ্ছে। বিজেপি বলছে, ভারতজুড়ে নির্বাচনী প্রচারণায় চষে বেড়ালেও আমেথিকে রাহুল গান্ধী তেমন গুরুত্ব দেননি। রাহুল গান্ধী আমেথি আসনকে অবহেলা করেছেন বলে সমুচিত জবাব পেয়েছেন। অভিযোগ ছিল, নির্বাচনী প্রচারণার সময়জুড়ে মাত্র একবার আমেথি সফরে গিয়েছিলেন রাহুল গান্ধী। সেটিও তার মনোনয়নপত্র জমা দেওয়ার দিন। এরপর তাকে আর এই আসনের প্রচারণায় দেখা যায়নি। তবে তার বোন প্রিয়াঙ্কা গান্ধী আমেথিতে এবং তার মা সোনিয়া গান্ধীর আসন রায়বেরেলিতে বেশ কয়েকবার সফর করেছিলেন।

সর্বশেষ খবর