শুক্রবার, ২৪ মে, ২০১৯ ০০:০০ টা

ফাঁকা ঢাকা পাহারা দেবে ডিএমপি

নিজস্ব প্রতিবেদক

ফাঁকা ঢাকা পাহারা দেবে ডিএমপি

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নগরীতে জনগণের নিরাপত্তা বিধানে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ঈদের ছুটিতে মানুষ যখন বাড়ি যাবে, তখন পুলিশ রাস্তায় থেকে ফাঁকা ঢাকা পাহারা দেবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। গতকাল রাজধানীর বনানীতে অসহায় ও দুস্থদের মধ্যে ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা জানান। ডিএমপির গুলশান ও উত্তরা বিভাগের আয়োজনে এ অনুষ্ঠানে ৩ হাজার ৫০০ পিস (শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি ও ছোট বাচ্চাদের পোশাক) ঈদবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে ডিএমপি কমিশনার বলেন, রমজানের বিগত দিনগুলোতে রাজধানীতে চুরি, ডাকাতি, ছিনতাই, অজ্ঞান পার্টির দৌরাত্ম্যের মতো উল্লেখযোগ্য কোনো অপরাধ সংঘটিত হয়নি। মানুষ নিরাপত্তার সঙ্গে গভীর রাত পর্যন্ত কেনাকাটা করে বাড়ি ফিরছে।

সর্বশেষ খবর