শিরোনাম
শুক্রবার, ২৪ মে, ২০১৯ ০০:০০ টা

ম্যারাডোনা গ্রেফতার

ক্রীড়া ডেস্ক

ম্যারাডোনা গ্রেফতার

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফুটবলার ছিলেন দিয়াগো ম্যারাডোনা। ’৮৬ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর পর তার জনপ্রিয়তা তুঙ্গে ওঠে। বিশ্বজুড়ে আর্জেন্টিনার যে কোটি কোটি সমর্থক তা ম্যারাডোনার কারণে। অথচ ফুটবল ক্যারিয়ারে ইতি টানার পর এ গ্রেটকে নিয়ে বিতর্কের শেষ নেই। বার বার অপকর্মের সঙ্গে জড়িয়ে পড়ছেন তিনি। মেয়ের বান্ধবীর সঙ্গে ম্যারাডোনা প্রেমে জড়িয়ে পড়েন। সর্বশেষ কীর্তি ঘটল গ্রেফতারের মাধ্যমে। আর্জেন্টাইন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে ম্যারাডোনার গ্রেফতারের কথা। তার সাবেক বান্ধবী রসিও অলিভারের মামলায় বুয়েন্স আয়ান্স বিমানবন্দর থেকে পুলিশ তাকে গ্রেফতার করেছে। গত ডিসেম্বরে ছাড়াছাড়ি হওয়ার আগে ছয় বছর সম্পর্ক ছিল ম্যারাডোনা অলিভারের মধ্যে। বিচ্ছেদের পর অর্থনৈতিক ক্ষতিপূরণ হিসেবে ৯ কোটি মিলিয়ন ডলারের (বাংলাদেশি মুদ্রায় ৭৬ কোটি টাকা) মামলা ঠুকে দিয়েছেন অলিভা। সে মামলায় মেক্সিকো থেকে ফেরার পথে গ্রেফতার করা হয় ম্যারাডোনাকে। স্যানমিগুয়েলের পারিবারিক আদালতে ম্যারাডোনার বিপক্ষে লড়বেন অলিভার। তবে গ্রেফতারের কথা বলা হলেও পুলিশ তাকে জেলে পাঠায়নি। কর্তৃপক্ষ তাকে গ্রেফতারের পর আলাদাভাবে ডেকে আনুষ্ঠানিক নোটিস দিয়েছে মামলার ব্যাপারে। যার শুনানি হবে ১৩ জুন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর