রবিবার, ২৬ মে, ২০১৯ ০০:০০ টা

বেকারত্বের কারণে শিক্ষায় আগ্রহ কম

-সিরাজুল ইসলাম চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

বেকারত্বের কারণে শিক্ষায় আগ্রহ কম

বেকারত্বের কারণে তরুণদের শিক্ষায় আগ্রহ কমছে বলে মন্তব্য করেছেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশে শিক্ষিত বেকারের হার বৃদ্ধির সংখ্যা, শিক্ষার্থীদের শিক্ষার ব্যাপারে আগ্রহী করছে না। শিক্ষার্থীরা সিভিল সার্ভিসে প্রতিযোগিতামূলক পরীক্ষা দেওয়ার জন্য ব্যস্ত থাকে। কারণ হচ্ছে, তারা মনে করছে চাকরি তাদের জন্য খুব জরুরি। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক মতবিনিময় সভায় ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, শিক্ষার এ সমস্যাকে আমরা বিচ্ছিন্নভাবে আলোচনা করতে পারব না। আমাদের দেখতে হবে গোটা আর্থ-সামাজিক অবস্থাটা কী। এখানে একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ কী? এটা এক নম্বর কথা। দ্বিতীয়ত, আমাদের সমাজে জ্ঞানের গুরুত্ব কমে গেছে। জ্ঞান দরকার হয় না, জ্ঞান ছাড়াই অনেক কাজ করা যায়। সেই ক্ষেত্রে জ্ঞানের যদি মর্যাদা না থাকে সমাজে তাহলে শিক্ষার আগ্রহ কেমন করে বাড়বে, শিক্ষার মান কেমন করে বাড়বে? অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, জাতীয় বাজেটের শতকরা অন্তত ২০ ভাগ শিক্ষা খাতে ব্যয় করা উচিত। এটি খুবই যুক্তিসঙ্গত দাবি এবং আমাদের জিডিপির অন্তত দুই ভাগ শিক্ষা খাতে দেওয়া উচিত। এগুলো না বাড়ালে আমরা শিক্ষার মান বাড়াতে পারব না।

নিজেদের ঘাটতির জায়গা চিহ্নিত করে সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, আমরা যদি গবেষণা না করি তাহলে কী জ্ঞান সরবরাহ করব? বিশ্ববিদ্যালয় হচ্ছে একটি শিক্ষাপ্রতিষ্ঠান এবং তার মূল কাজ হচ্ছে শিক্ষাদান। এ শিক্ষাদানের বিষয়টি যদি আমরা দেখি তাহলে আমার নিজের অভিজ্ঞতা হচ্ছে, সমস্যা অনেক। শিক্ষার্থীদের শিক্ষার ব্যাপারে আগ্রহ কমেছে। এটা খুব জরুরি যে, কেবল শিক্ষা দিলে হবে না, দেখতে হবে যে ছেলেমেয়েরা সেই শিক্ষা গ্রহণ করতে পারছে কিনা।

সর্বশেষ খবর