রবিবার, ২৬ মে, ২০১৯ ০০:০০ টা

সেই কার্ডিফে এই বাংলাদেশ

বাংলাদেশ দলের সঙ্গে সোফিয়া গার্ডেনে আসেন হাবিবুল বাশার সুমন। স্টেডিয়ামে ঢুকতে না ঢুকতেই যেন স্মৃতি রোমন্থনে ব্যস্ত হয়ে পড়েন, ‘সেই ম্যাচের কথা কিছুতেই ভোলার নয়। সুপার পাওয়ার অস্ট্রেলিয়াকে এই মাঠে ওয়ানডেতে প্রথম হারাই আমরা। তারপর হোটেলে ফিরে সে কী সেলিব্রেশন! ওই ম্যাচে যারা খেলেছেন, তারা সব সময়ই ঐতিহাসিক ম্যাচটিকে আলাদা করে রাখবেন।’ ২০০৫ সালে বাশার ছিলেন অধিনায়ক, আর এখন নির্বাচক। পন্টিং, হেডেন, ক্লার্ক, হাসিদের হারানোর ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন মোহাম্মদ আশরাফুল। দারুণ ব্যাটিং করেছেন বাশারও। আশরাফুলের সঙ্গে তার ১৩০ রানের জুটিই এনে দেয় অবিস্মরণীয় বিজয়। এরপর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই কার্ডিফেই আরও একটি ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। সাকিব ও মাহমুদুল্লাহর সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল টাইগাররা। পয়মন্ত সেই কার্ডিফেই আজ বিশ্বকাপের প্রস্তুতি মিশনে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। তবে আগের দুই ম্যাচের বাংলাদেশ দলের চেয়ে এই বাংলাদেশ দল অনেক বেশি ভয়ঙ্কর, অনেক বেশি পরিপক্ব এক দল। যদিও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দলের অধিকাংশই আছেন এই দলে। তবে গত দুই বছরে টাইগারদের অভিজ্ঞতার ঝুলি যেমন সমৃদ্ধ হয়েছে, তেমনি বেড়ে গেছে শক্তিমত্ত্বাও। এখন সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে কাঁধে কাঁধ মিলে লড়াই করতে অভ্যস্ত হয়ে গেছে তরুণরাও। আগের সিরিজে আয়ারল্যান্ডের মাটিতে তা প্রমাণিতও হয়েছে। এবার বিশ্বকাপ মিশনে ঝলক দেখানোর অপেক্ষা।

রেকর্ডবুকে অনুশীলন ম্যাচের কোনো স্থান নেই। জয় পরাজয়ও কোনো বিষয় নয়। তবে আয়ারল্যান্ড থেকে টাইগাররা যে আত্মবিশ্বাসের দ্যুতি নিয়ে এসেছেন পাকিস্তানের বিরুদ্ধে হেরে তা ম্লান করতে চান না। তাই প্রস্তুতি ম্যাচেও ভীষণ সিরিয়াস মাশরাফিরা। বিশ্বকাপের মূল লড়াইয়ে নামার আগে ভারতের বিরুদ্ধে আরও একটি অনুশীলন ম্যাচ খেলবে বাংলাদেশ। ওয়ার্ম আপ ম্যাচে জয়ের চেয়েও বড় লক্ষ্য থাকে কম্বিনেশন ঠিক ঠাক নেওয়া। তবে আজকের ম্যাচে যে জয়ই চাচ্ছে টাইগাররা। অন্যদিকে আগের দিন আফগানিস্তানের বিরুদ্ধে হেরে যাওয়ায় এই ম্যাচে জয়ের জন্য মরিয়া হয়ে থাকবে পাকিস্তানও। এই ইংল্যান্ডের মাঠে কয়েকদিন আগেই ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে সরফরাজের দল। বিশ্বকাপের আগে নিশ্চয়ই জয় দিয়ে মনোবল চাঙ্গা করে নিতে চায় পাকিস্তান। তবে সেই সুযোগ দিতে চায় না বাংলাদেশ। হাবিবুল বাশার সুমনও সে কথাই বললেন, ‘আমাদের ক্রিকেটাররা দারুণ একটা মোমেন্টামে আছে। তাই এই ম্যাচে জয় ছাড়া অন্য কিছু চিন্তা করছি না।’ আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে শিরোপা জয়ের পর লিস্টারে ছুটির আমেজে হালকা অনুশীলন করেছে বাংলাদেশ। তারপর চলে এসেছে পয়মন্ত ভেন্যু এই কার্ডিফে। মাশরাফি বেশ ফুরফুরে মেজাজেই গতকাল অনুশীলন করেছেন। অন্যদিকে পাকিস্তান শিবিরে ভিন্ন চিত্র। ব্রিস্টলে আফগানদের কাছে হেরে রাগে গতকালকের সিডিউল অনুশীলনও বাতিল করে দিয়েছে। আজ সোফিয়া গার্ডেনে তারা সরাসরি খেলতে নামবে। কিন্তু ক্ষত-বিক্ষত এই পাকিস্তান কি প্রস্তুতি ম্যাচে আটকে দিতে পারবে উজ্জ্বীবিত বাংলাদেশকে!

সর্বশেষ খবর