রবিবার, ২৬ মে, ২০১৯ ০০:০০ টা

দলীয়করণ বন্ধ করে ঢেলে সাজাতে হবে সব প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক

দলীয়করণ বন্ধ করে ঢেলে সাজাতে হবে সব প্রতিষ্ঠান

ড. ইফতেখারুজ্জামান

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, রাষ্ট্রের সব প্রতিষ্ঠান দলীয়করণ বন্ধ করে ঢেলে সাজাতে হবে। দলীয়করণের ফলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ঠিকভাবে কাজ করছে না। জবাবদিহি নেই প্রতিষ্ঠানগুলোর। গতকাল রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আইনের শাসন, জবাবদিহি ও ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবিতে আয়োজিত নাগরিক নিরাপত্তা জোটের সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে লিখিত বক্তব্য পাঠ করেন এ বি এম শামসুল হুদা। তে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিজেরা করির সমন্বয়কারী খুশি কবির, মানবাধিকারকর্মী হামিদা হোসেন প্রমুখ। ড. ইফতেখারুজ্জামান বলেন, প্রধানমন্ত্রী অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা হচ্ছে না। ডিজিটাল নিরাপত্তা আইনের কারণে মুক্তচিন্তা ও বাকস্বাধীনতা ব্যাহত হচ্ছে। মানুষ উন্নয়ন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারছে না। কোনো জবাবদিহি নেই। তিনি বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোতে স্বচ্ছতার ঘাটতি রয়েছে। সরকারকে এখনই উদ্যোগ নিতে হবে একটি জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে। রাজনৈতিক দলের ভূমিকায় শূন্যতা তৈরি হওয়ায় নাগরিকদের নিজেদেরই এগিয়ে আসতে হবে। বর্তমানে মানবাধিকার লঙ্ঘনের পরিস্থিতি মহামারী আকার ধারণ করেছে। তিনি বলেন, জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত চার মাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ১১৮ জন নাগরিক নিহত হয়েছেন। একই সময়ে নারী ধর্ষণের ঘটনা ঘটেছে ৩৫৪টি আর শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে ২৩৪টি। ১৪৪টি শিশু খুন হয়েছে। অন্তত ছয়জনের গুম হওয়ার অভিযোগ আছে।

নিজেরা করির সমন্বয়কারী খুশি কবির বলেন, সারা দেশে ভীতির সংস্কৃতি ছড়িয়ে পড়েছে। গণতন্ত্র নিশ্চিত করতে সবাই মিলে সম্মিলিতভাবে প্রতিবাদ করতে হবে। সবাই মিলে কর্মসূচি নিতে হবে। মানবাধিকারকর্মী হামিদা হোসেন বলেন, রাষ্ট্র ও জনগণের মধ্যে সম্পর্ক থাকা দরকার। কিন্তু সেটি তো দেখা যাচ্ছে না। মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে কোনো ব্যবস্থা নিচ্ছে না সরকার। আদালতের নির্দেশনাও মানা হচ্ছে না। অনুষ্ঠানে ন্যায়বিচার প্রতিষ্ঠা, নাগরিকদের মত প্রকাশের অধিকার সুরক্ষা, আদিবাসী ও অনগ্রসর অধিকারের স্বীকৃতি, ধর্মীয় সংখ্যালঘুর নিরাপত্তা, বৈষম্যবিরোধী আইন অনুমোদন, দুদক ও নির্বাচন কমিশনসহ সব কমিশনকে শক্তিশালী করাসহ ১১টি দাবি তুলে ধরে নতুন এ জোটের লিখিত বক্তব্যে পাঁচটি কর্মসূচি ঘোষণা করা হয়।

সর্বশেষ খবর