মঙ্গলবার, ২৮ মে, ২০১৯ ০০:০০ টা

উৎসবের আমেজে প্রস্তুতি ম্যাচ

কার্ডিফে গতকাল ছিল চনমনে রোদ। অথচ একদিন আগে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম প্রস্তুতি ম্যাচ প  হয়েছে বৃষ্টিতে। আবহাওয়ার পূর্বাভাসে আজও কার্ডিফের আকাশ মেঘাছন্ন দেখানো হয়েছে। রাতের মধ্যে পূর্বাভাসে কোনো পরিবর্তন দেখা না গেলে ভারতের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচও মাঠে গড়ানো নিয়ে সংশয় থাকছে। তবে অনুশীলন ম্যাচ খেলা কিংবা না খেলা নিয়ে ইতিবাচক-নেতিবাচক দুই দিকই আছে। খেললে বিশ্বকাপের মূল লড়াইয়ের আগে প্রস্তুতিটা দারুণ হবে। আর না খেললে ইনজুরি আশঙ্কা থেকে রক্ষা পাওয়া যাবে। গতকাল সোফিয়া গার্ডেনে বাংলাদেশ দলের অনুশীলনের শুরুতে কোচ স্টিভ রোডস বলেন, ‘ভারতের ম্যাচটি হলেই আমাদের জন্য ভালো। টুর্নামেন্ট শুরুর আগে ভারতের মতো ফেবারিট দলের বিরুদ্ধে নিজেদের শক্তিমত্তাটা যাচাই করে নেওয়ারও একটা সুযোগ থাকছে।’ এক্ষেত্রে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার মত কিছুটা ভিন্ন। তিনি বলেন, ‘একই কন্ডিশনে আমরা আয়ারল্যান্ডে চারটা ম্যাচ খেলেছি। এর চেয়ে ভালো প্রস্তুতি আর কিছুই হতে পারে না। তাছাড়া বিশ্বকাপের মতো এত বড় টুর্নামেন্টের আগে প্রস্তুতি ম্যাচ খেলাতে ঝুঁকিও থাকে। যদি কেউ ইনজুরিতে পড়ে সেটা খুবই খারাপ হবে।’ তবে প্রস্তুতি ম্যাচ হোক না হোক সেটা বড় বিষয় নয়। গতকাল কার্ডিফে কঠোর অনুশীলন করেছেন মাশরাফিরা। প্রস্তুতি ম্যাচটি নিয়ে কোনো টেনশন নেই। কিন্তু বিশ্বকাপের আগে হারলে কি টাইগারদের আত্মবিশ্বাসে খানিকটা চোট লাগবে না? রসিকতা করে মাশরাফি বলেন, ‘প্রস্তুতি ম্যাচে বরং হারাই ভালো। তাহলে আসল ম্যাচে আমাদের পারফরম্যান্স আরও ভালো হয়।’ টাইগার ক্যাপ্টেনের এমন কথা বলার পেছনে বেশ যুক্তিও আছে। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের কথাই চিন্তা করুন! বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে হেরে গেল আয়ারল্যান্ড ‘এ’ দলের বিরুদ্ধে। তারপর আসল লড়াইয়ে একটি ম্যাচেও পাত্তা পায়নি ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ড দল।  ৪ বছর আগের বিশ্বকাপের কথা মনে আছে? বাংলাদেশ অস্ট্রেলিয়ায় গিয়ে সিডনির এক ক্লাব দলের বিরুদ্ধে বেশ কয়েক ম্যাচে হেরে যায়। তারপর বিশ্বকাপে সেরা পারফর্ম করল টাইগাররা। প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে ওঠেন মাশরাফিরা। তাই ভারতের বিরুদ্ধে আজকের প্রস্তুতি ম্যাচে জয় পাওয়া যতটা না জরুরি তার চেয়ে বেশি প্রয়োজন নিজেদের অনুশীলন এবং কম্বিনেশনের বিষয়টি। তাই আজ অনেক উৎসবের আমেজে প্রস্তুতি ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ! জয়-পরাজয় নিয়ে ভাবনা নেই, আসল লড়াইয়ের জন্য নিজেদের প্রস্তুত করাই প্রধান লক্ষ্য।

সর্বশেষ খবর