মঙ্গলবার, ২৮ মে, ২০১৯ ০০:০০ টা

দ্রুত বিচার আইন আরও পাঁচ বছর

নিজস্ব প্রতিবেদক

আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুতবিচার) (সংশোধন) আইন ২০১৯’-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর মধ্য দিয়ে আরও পাঁচ বছরের জন্য বহুল আলোচিত ‘দ্রুতবিচার আইন’ চালু রাখার সিদ্ধান্ত নিল সরকার। গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে আইনটি অনুমোদন দেওয়া হয়। বিকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। মন্ত্রিপরিষদ সচিব বলেন, দ্রুতবিচার আইনের মেয়াদ চলতি বছর এপ্রিলে শেষ হয়ে গেছে। এখন এর মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানো হচ্ছে। তিনি  জানান, দ্রুতবিচার আইন ২০০২ সালে করা হয়। আইনে বলা হয়েছিল এই আইনটি আগামী ১৭ বছর পর্যন্ত চলবে। এখন ১৭ এর স্থলে সংশোধন করে ২২ স্থাপন করা হচ্ছে। ২০০২ সাল থেকে ২২ বছর শেষ হবে ২০২৪ সালে। অর্থাৎ আইনটি ২০২৪ সাল পর্যন্ত কার্যকর থাকবে। সচিব বলেন, অনেক স্পর্শকাতর মামলা আছে যেগুলোর দ্রুত বিচার হওয়ার দরকার। এ আইনে দোষী প্রমাণিত হলে দুই থেকে পাঁচ বছর সশ্রম কারাদ  ও অর্থদে র বিধান আছে। প্রতি জেলায় গঠিত এক বা একাধিক দ্রুতবিচার ট্রাইব্যুনালে এ আইনের মামলার বিচার চলে। দ্রুত বিচার আইনে ১২০ দিনের মধ্যে বিচারকাজ নিষ্পত্তি করার বিধান আছে। এই সময়ের মধ্যে নিষ্পত্তি করা না গেলে আরও ৬০ দিন সময় পাওয়া যায়। তিনি জানান, মন্ত্রিসভার সায় পাওয়ায় এখন যাচাই-বাছাই শেষে আইনটি চূড়ান্ত অনুমোদনের জন্য সংসদে তোলা হবে।

সর্বশেষ খবর