মঙ্গলবার, ২৮ মে, ২০১৯ ০০:০০ টা
চারপাশে শুধুই সামাজিক অস্থিরতা

হাসপাতালে চার দিনের শিশু রেখে চলে গেলেন মা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

হাসপাতালে চার দিনের শিশু রেখে চলে গেলেন মা

বরিশাল মেডিকেলে নবজাতককে ফেলে রেখে চলে গেছেন মা। নার্সের কোলে ঘুমাচ্ছে ফুটফুটে শিশুটি - বাংলাদেশ প্রতিদিন

বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক ইউনিটে চার দিন বয়সের এক কন্যা শিশুকে রেখে পালিয়েছেন তার মা। শিশুটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। শিশুটিকে বরিশালের আগৈলঝাড়ায় ছোটমণি নিবাসে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শেরেবাংলা মেডিকেলের নবজাতক ইউনিটের নার্সিং ইনচার্জ মাহফুজা বেগম জানান, গত ২১ মে মানসুরা নামে এক নারী গাইনি ওয়ার্ডে ভর্তি হন। ওই দিনই সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিনি কন্যা সন্তানের জন্ম দেন। শিশুটি অসুস্থ থাকায় নবজাতক ইউনিটে পাঠানো হলে এই সুযোগে হাসপাতাল থেকে পালিয়ে যান তার মা মানসুরা। রবিবার মায়ের খোঁজ পড়লে পালিয়ে যাওয়ার বিষয়টি জানাজানি হয়। মাহফুজা বেগম আরও জানান, মানসুরা ভর্তির সময় বাড়ির ঠিকানা দিয়েছিলেন বাবুগঞ্জের মীরগঞ্জ গ্রাম। স্বামীর নাম না দিয়ে পিতার নাম দেন আহম্মেদ আলী। তার দেওয়া নাম ঠিকানা সঠিক নয়। নবজাতক ইউনিটে চিকিৎসাধীন শিশুটি সুস্থ রয়েছে বলেও জানিয়েছেন তিনি। হাসপাতালের সমাজ সেবা কর্মকর্তা দিলরুবা আক্তার রইচি জানান, অভিভাবক না পাওয়ায় শিশুটিকে আগৈলঝাড়া বিভাগীয় ছোটমণি নিবাসে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সর্বশেষ খবর