মঙ্গলবার, ২৮ মে, ২০১৯ ০০:০০ টা

ইউনূসকে নিয়ে অপেরা ইতালিতে

নিজস্ব প্রতিবেদক

ইউনূসকে নিয়ে অপেরা ইতালিতে

ক্ষুদ্রঋণের উদ্ভাবক ও শান্তিতে নোবেলজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূসের জীবনী নিয়ে অপেরা শো ‘২৭ ডলার’ প্রদর্শিত হয়েছে ইতালির ফানো শহরে। গত ২০ মে অ্যাড্রিয়াটিক সাগরের পশ্চিম উপকূলে অবস্থিত ট্যুরিস্ট নগরী ফানোর ‘তেয়াত্রো দেল্লা ফরচুনা’য় (থিয়েটার অব লাক) বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে প্রদর্শিত হয় অপেরাটি। উরবিনো বিশ্ববিদ্যালয়ের রেক্টর প্রফেসর  ভিলবার্তো স্টচ্চির বিশেষ আমন্ত্রণে প্রফেসর ইউনূস এই অপেরা শোতে যোগ  দেন। গতকাল রাজধানীর ইউনূস সেন্টার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। ইউনূস সেন্টার জানায়, প্রায় আট বছরের প্রস্তুতি শেষে অপেরাটি মঞ্চায়িত হয়েছে। প্রফেসর ইউনূসের জীবনী এবং দরিদ্র মহিলাদের কাছে আর্থিক সেবা পৌঁছে দিতে তার সংগ্রামের কাহিনি বিধৃত হয়েছে এই অপেরায়। অপেরাটি শুরু হয় হস্তশিল্পে নিয়োজিত কয়েকজন দরিদ্র নারী মহাজনদের কাছে মাত্র ২৭ ডলার ঋণ থেকে মুক্ত হয়ে কীভাবে নিজেদের জীবনকে নাটকীয়ভাবে পরিবর্তিত করতে সক্ষম হয় তার কাহিনি দিয়ে। শো শেষে সাংবাদিকরা প্রফেসর ইউনূসের সাক্ষাৎকার নিতে এলে তিনি বলেন, ‘কাহিনিটি যেভাবে চিত্রায়ণ করা হয়েছে তাতে আমি অভিভূত। অপেরা শিল্পীদের অসাধারণ দক্ষতা শোটিকে একটি শক্তিশালী কাহিনিতে পরিণত করেছে।

নারীদের দুঃখ-দুর্দশার পাশাপাশি সমাজে আত্ম-প্রতিষ্ঠার জন্য তাদের সংগ্রাম অপেরাটির প্রতিটি মুহূর্ত উপভোগ্য করে তুলেছে।’

সর্বশেষ খবর