বৃহস্পতিবার, ৩০ মে, ২০১৯ ০০:০০ টা

১০ দলের ২২ গজে লড়াই

বিশ্বকাপ শুরু, আজ মুখোমুখি ইংল্যান্ড-দ. আফ্রিকা

শহর থেকে শহরে, স্টেডিয়াম থেকে স্টেডিয়ামে ঘুরতে হবে। এবারের বিশ্বকাপের ফরম্যাটই আলাদা। প্রত্যেক দল প্রত্যেকের সঙ্গে খেলবে এবং প্রতিটি ম্যাচ আলাদা আলাদা শহরে ভিন্ন ভিন্ন ভেন্যুতে। ১০ দলের ২২ গজে বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে আজ থেকেই। লন্ডন থেকেই যাত্রা শুরু হচ্ছে, শেষ হবে এখানেই ফাইনাল দিয়ে। আজ ওভালে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ড মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। আর এই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই ২ জুন প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। ইংল্যান্ড ক্রিকেটের জনক! তারপর স্বাগতিক। এখানে পঞ্চমবারের মতো হচ্ছে বিশ্বকাপ। কিন্তু এখনো একবারও শিরোপার স্বাদ পায়নি দলটি। তবে এবার বিশ্বকাপ     নিয়ে প্রত্যাশা অনেক বেশি। দলটাও দুর্দান্ত। যদিও প্রস্তুতি ম্যাচে তারা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরেছে। কিন্তু প্রস্তুতি ম্যাচকে বড় করে দেখার উপায় নেই। এবার সব কিছুই ইংলিশদের অনুকূলে। র‌্যাঙ্কিংয়ের শীর্ষে তারা। দলে তারকায় ভরপুর। যদিও আপাতত ইংলিশরা মেতে আছে ফুটবল নিয়ে। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল নিয়ে। এবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে যে খেলছে ইংল্যান্ডেরই দুই ক্লাব-লিভারপুর ও টটেনহাম। হয়তো এই সপ্তাহ পরেই থেমে যাবে ফুটবলের আলোচনা। তখন ক্রিকেট, ক্রিকেট এবং ক্রিকেট! উদ্বোধনী ম্যাচেই কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হতে হচ্ছে স্বাগতিকদের। দক্ষিণ আফ্রিকা বরাবরই ভয়ঙ্কর। বর্তমানে আইসিসি র‌্যাঙ্কিংয়ে তিন নম্বরে। এই প্রোটিয়াদের এই দলে আতঙ্ক তৈরি করার কেউ নেই বললেই চলে। কিন্তু দলটার নাম দক্ষিণ আফ্রিকা! যেকোনো কন্ডিশনে যেকোনো দলকে হারানোর সামর্থ্য তাদের আছে। এ কারণেই ইংলিশ কোচ ট্রেভর বেলিচের বাড়তি সতর্কতা। শেষ প্রস্তুতি ম্যাচে তারা উড়িয়ে  দিয়েছে আফগানিস্তানকে। এখান থেকেই বিশ্বকাপের মিশন শুরু করতে চায় ইংল্যান্ড। বেলিসের দাবি, ‘আমাদেরকে সতর্ক থাকতে হবে। এটা লম্বা টুর্নামেন্ট। প্রথম ম্যাচ থেকেই আমরা আমাদের প্লান শতভাগ বাস্তবায়ন করার চেষ্টা করবো।’ সব কিছু ছাপিয়ে এবার আলোচনার কেন্দ্রে ক্রিকেটারদের বেশি ভ্রমণের ব্যাপারটি! তবে কষ্ট সবচেয়ে বেশি হচ্ছে ক্রীড়া সাংবাদিকদেরই। ক্রিকেটারদের ভ্রমণের গাড়ি ও হোটেল সব কিছু আইসিসি ঠিক করে দেয়। কিন্তু মিডিয়াকর্মীদের সব কিছু নিজেদেরই করতে হয়। বিশ্বকাপের আগে কার্ডিফে বাংলাদেশ দলের যেমন অনুশীলন হলো তেমনি মিডিয়াকর্মীদেরও ছোটখাটো ওয়ার্মআপ হয়ে গেল। লম্বা টুর্নামেন্টে প্রস্তুতির প্রয়োজন আছে না!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর