বৃহস্পতিবার, ৩০ মে, ২০১৯ ০০:০০ টা

নরেন্দ্র মোদির দ্বিতীয় মেয়াদে শপথ আজ

গৌতম লাহিড়ী, নয়াদিল্লি

নরেন্দ্র মোদির দ্বিতীয় মেয়াদে শপথ আজ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে মন্ত্রিসভা দ্বিতীয় মেয়াদের জন্য আজ শপথ নিচ্ছে। নতুন মন্ত্রীদের নাম চূড়ান্ত করার কাজ শেষ হয়েছে। এর মধ্যে গতবারের অর্থমন্ত্রী অরুণ জেটলি প্রধানমন্ত্রীকে চিঠি লিখে জানিয়ে দিয়েছেন শারীরিক কারণে তিনি এবার মন্ত্রিসভায় থাকতে চান না। তাই এবার নতুন অর্থমন্ত্রী নেওয়া হবে। জল্পনা চলছে নতুন অর্থমন্ত্রী হচ্ছেন বিজেপি সভাপতি অমিত শাহ। পররাষ্ট্রমন্ত্রী পদে সুষমা স্বরাজ আবারও থাকতে পারেন। তবে তার শরীর নিয়েও জল্পনা রয়েছে। কমপক্ষে ৭০ জন মন্ত্রী হবেন। তার মধ্যে ৪০ জন হবেন পূর্ণ মন্ত্রী। জেটলি শারীরিক কারণে সরে যাওয়ার ফলে এবার রাজ্যসভায় নতুন নেতা নিযুক্ত করতে হবে বিজেপিকে। শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে বিদেশি অতিথিরা আসতে শুরু করছেন। নয়াদিল্লিতে পৌঁছেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ। তার সঙ্গে মোদি দ্বিপক্ষীয় বৈঠক করবেন দিল্লির হায়দরাবাদ হাউসে শুক্রবার সকাল ১০টায়। এবারে প্রধানমন্ত্রী মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে বিমসটেকভুক্ত সাতটি দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে। এ ছাড়া কিরগিজস্তানের রাষ্ট্রপতি ও মরিশাসের প্রধানমন্ত্রী আমন্ত্রিত। মন্ত্রিসভার তালিকা তৈরি করার জন্য প্রধানমন্ত্রী মোদি ও বিজেপি সভাপতি অমিত শাহ একান্তে দীর্ঘ বৈঠক করেন। তারপর শরিক দলের নেতাদের সঙ্গে বৈঠক চলে। এবার কৌতূহল রয়েছে পশ্চিমবঙ্গ থেকে কারা নতুন মন্ত্রী হন। ওই রাজ্যে এই প্রথম বিজেপির ১৮ জন এমপি নির্বাচিত হয়েছেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে পশ্চিমবঙ্গে নিহত বিজেপি কর্মীদের পরিবারদের আমন্ত্রণ জানানো হয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শপথ অনুষ্ঠান বয়কট করবেন বলে ঘোষণা করেছেন। এদিকে, রাজ্য বিধানসভা ভোটের পর উড়িষ্যার নবীন পট্টনায়ক গতকাল পঞ্চমবারের জন্য মুখ্যমন্ত্রীর পদে শপথ নিলেন। অন্ধ্রে ওয়াইএস আর কংগ্রেসের জগন মোহন রেড্ডি শপথ নিয়েছেন। শপথ নিলেন অরুণাচলের বিজেপি মুখ্যমন্ত্রী প্রেমা।

সর্বশেষ খবর