বৃহস্পতিবার, ৩০ মে, ২০১৯ ০০:০০ টা

বাজেটে করের বোঝা বাড়বে না

নিজস্ব প্রতিবেদক

বাজেটে করের বোঝা বাড়বে না

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসাইন ভূঁইয়া বলেছেন, আগামী বাজেটে ভ্যাট আইন বাস্তবায়ন হলেও তাতে করের বোঝা বাড়বে না। সংসদে বিরোধীদলীয় এমপিদের সংখ্যা কম হলেও সরকারি দলের এমপিদের কেউ কেউ বিরোধী দলের মতো কথা বলেন। কাজেই আগামী অর্থবছরের বাজেট পেশের পর এমপিদের মধ্যে অনেকেই বলবেন, এটা  বিনিয়োগবান্ধব হয়নি। ব্যবসাবান্ধব হয়নি। এসবের ওপর ভিত্তি করে অল্প-স্বল্প হলেও বাজেট পরিবর্তন হয়। সে পরিবর্তনটা আমরা যারা সরকারের ভিতর থাকি তারা অনেক সময় বস্তুনিষ্ঠভাবে করি না। এখানে আমাদের একটু পরিবর্তনের প্রয়োজন আছে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সেখানে খুব কাজে লাগবে। এতে জনগণের মতের প্রতিফলন হয়। গতকাল রাজধানীতে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ-পিআইবি ও ইকোনমিক রিপোর্টার্স ফোরাম-ইআরএফ যৌথভাবে আয়োজিত তিনব্যাপী ‘বাজেটবিষয়ক রিপোর্টিং প্রশিক্ষণ’ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা কলেন এনবিআর চেয়ারম্যান মো. মোশাররফ হোসাইন ভূঁইয়া। পিআইবি মহাপরিচালক জাফর ওয়াজেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন এনবিআর সদস্য (করনীতি) কানন কুমার রায়, ইআরএফ সভাপতি সাইফুল ইসলাম দিলাল, সাধারণ সম্পাদক এস এম রাশিদুল ইসলাম। এনবিআর চেয়ারম্যান বলেন, আগামী বাজেটে ভ্যাট আইন এমনভাবে বাস্তবায়ন করা হবে যাতে জনগণের ওপর কোনো বোঝা না হয়। ব্যবসায়ীদের ওপর তো নাই-ই। নতুন ভ্যাট আইন এবার কিছুটা সংশোধন করে বাস্তবায়ন করা হচ্ছে। ১৫, ১০, সাড়ে ৭ এবং ৫ শতাংশ হারসহ বেশ কয়েকটি হারে কার্যকর করা হবে। যাতে সঠিকভাবে ভ্যাট আদায় করতে পারি, সেজন্য ইলেকট্রনিক মেশিন ডিভাইস কেনার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এনবিআর চেয়ারম্যান বলেন, ব্যবসায়ীরা সব সময় বলেন- আমাদের কাছ থেকে বেশি ভ্যাট নিচ্ছে। আসলে ব্যবসায়ীরা তো ভ্যাট দেন না। ভ্যাট জনগণ দেয়।

সর্বশেষ খবর