শুক্রবার, ৩১ মে, ২০১৯ ০০:০০ টা

আদালত প্রাঙ্গণে নুসরাতের ভাইকে হুমকি খুনিদের

নিজস্ব প্রতিবেদক ও ফেনী প্রতিনিধি

আদালত প্রাঙ্গণে নুসরাতের ভাইকে হুমকি খুনিদের

আদালতে আসামিরা -বাংলাদেশ প্রতিদিন

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির ‘খুনিরা’ আদালতে গিয়েও বাদীকে হত্যার হুমকি দিয়েছে বলে নুসরাতের ভাই অভিযোগ করেছেন। গতকাল মামলা শুনানির জন্য অভিযোগপত্রভুক্ত ১৬ আসামিসহ এ মামলায় মোট গ্রেফতার ২১ জনকে আদালতে হাজির করা হয়। উপস্থিত ছিলেন বাদীও। বাদী নুসরাতের ভাই আবদুল্লাহ আল নোমান অভিযোগ করেন, ‘আসামিরা আদালতে আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছে। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আমার পরিবারকে আক্রমণ করে আসামিরা হুমকি দিচ্ছে।’ এ সময় বাদীর আইনজীবী রফিকুল ইসলাম খোকনও একই অভিযোগ করেন। তিনি বলেন, ‘আসামিদের হাজতখানা থেকে এজলাসে আনা হলে তাদের মধ্যে কয়েকজন হট্টগোল করে। তারা বাদী ও তার আইনজীবীদের অশালীন ভাষায় গালমন্দ করে। একপর্যায়ে কয়েকজন আসামি তেড়ে এসে মামলার বাদী ও আইনজীবীদের হত্যার হুমকি দেয়। আইনজীবীরা বিষয়টি আদালতকে জানালে বিচারক আদালতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দেয় পুলিশকে। পরে পিবিআই আদালতে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।’

ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিমের সোনাগাজী আমলি আদালতের বিচারক মো. জাকির হোসাইন মামলাটি ফেনীর নারী ও নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালে হস্তান্তরের আদেশ দেন। এ ছাড়া আগামী ১০ জুন মামলার পরবর্তী শুনানির দিনও তিনি ঠিক করে দেন। ওই দিন অভিযোগপত্রের ওপর শুনানি হবে।

ওসির জামিন ঠেকাতে প্রস্তুতি : এদিকে সোনাগাজী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেনের আগাম জামিনের বিরোধিতা করতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। গতকাল সুপ্রিম কোর্ট এলাকায় নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অন্যদিকে নুসরাত হত্যাকান্ডের ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার আসামি সোনাগাজী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেনের পক্ষে আগাম জামিনের আবেদনে একজন নারী আইনজীবীর নাম থাকায় বিস্ময় প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের অনেক আইনজীবী। এ ঘটনা নিয়ে গতকাল সুপ্রিম কোর্ট এলাকায় নানা আলোচনা-সমালোচনা শোনা গেছে। আইনজীবীরা বলেন, এমন জঘন্য একটি ঘটনায় নারী-পুরুষ কোনো আইনজীবীরই দাঁড়ানো উচিত নয়। আর একজন নারীকে এমন নৃশংসভাবে হত্যায় মদদদাতাদের পক্ষে নারী আইনজীবীর কাজ করা কোনোভাবেই কাম্য নয়। বুধবার হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় দাখিল করা মোয়াজ্জেম হোসেনের আগাম জামিন আবেদনে সালমা সুলতানা নামে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী স্বাক্ষর রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ও সাধারণ আইনজীবী পরিষদের আহ্বায়ক ড. মোমতাজ উদ্দিন আহমেদ মেহেদী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘নুসরাত হত্যার ঘটনাটি অত্যন্ত জঘন্য একটি ঘটনা। আমি মনে করি এই মামলার কোনো আসামির পক্ষে কোনো আইনজীবীরই ওকালতনামা দেওয়া ন্যায়সংগত হবে না।’ তিনি বলেন, ‘আমি জেনেছি ওই ঘটনার অন্যতম হোতা ওসি মোয়াজ্জেম নুসরাতের জবানবন্দি রেকর্ড করার সময় বাজে বাজে প্রশ্ন করেছেন। সেই ভিডিও আবার তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছেন। এমন একজন অপরাধীর পক্ষে একজন নারী আইনজীবী দাঁড়াবেন, এটা মোটেও কাম্য নয়।’

সর্বশেষ খবর