শুক্রবার, ৩১ মে, ২০১৯ ০০:০০ টা

স্টোকসে বাজিমাত ইংল্যান্ডের

ক্রীড়া প্রতিবেদক, লন্ডন থেকে

জাতি হিসেবে ইংলিশরা আভিজাত্য দেখাতে বেশ পছন্দ করেন। ছক্কা-চারে তারা বড়জোর করতালি দেন। কিন্তু কাল ইংলিশদের রীতিমতো আবেগী করে তুললেন বেন স্টোকস। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে ক্যারিশমাটিক পারফর্ম করে বিশ্বকাপের প্রথম ম্যাচে ১০৪ রানের দারুণ এক জয় উপহার দিলেন ইংল্যান্ডকে। গতকাল ওভাল স্টেডিয়ামে একে একে তিনবার ইংলিশ দর্শকদের দাঁড়াতে বাধ্য করলেন স্টোকস। ৮৯ রানে আউট হয়ে যখন শূন্যে ব্যাট ছুড়তে ছুড়তে তিনি ড্রেসিংরুমের দিকে যাচ্ছিলেন তখন তাকে যেন সান্ত্বনা দিতে গ্যালারির সব দর্শক সিট ছেড়ে উঠে দাঁড়ান। দ্বিতীয়বার যখন অবিশ্বাস্য ক্যাচটি লুফে নিলেন তখনো ইংলিশরা দাঁড়িয়ে পড়েন। ডিপ মিডউইকেটে সীমানার রশির ওপর কয়েক ফুট লাফিয়ে যে ক্যাচটি নিয়েছেন তা হয়ে যেতে পারে এ বিশ্বকাপেই সেরা ক্যাচ। কারণ, এমন অবিশ্বাস্য ক্যাচ সচরাচর দেখা যায় না। এরপর বল হাতে নিয়েও দেখালেন আরেক চমক। মাত্র ১২ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। ইনিংসের শেষের ২ বলে টানা ২ উইকেট নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগিয়ে রাখলেন। কাল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে স্টোকস ছাড়াও হাফ সেঞ্চুরি করেছিলেন অধিনায়ক ইয়ন মরগান (৫৭), জেসন রয় (৫৪) ও জো রুট (৫১)। প্রথমে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ইংল্যান্ড করেছিল ৩১১ রান। রানের পাহাড় তাড়া করতে নেমে ২০৭ রানেই প্যাকেট দক্ষিণ আফ্রিকা! কাল বোলিংয়ে আলাদা করে চিনিয়েছেন জোফরা আর্চার। মাত্র ২৭ রানে নিয়েছেন ৩ উইকেট। তিনিই প্রোটিয়াদের ব্যাটিংয়ের মেরুদ  ভেঙে দিয়েছেন। দুরন্ত জয়ে বিশ্বকাপ মিশন শুরু করল স্বাগতিক ইংল্যান্ড।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর