শুক্রবার, ৩১ মে, ২০১৯ ০০:০০ টা

টাইগারদের মনপ্রাণ আপাতত সেমিফাইনালে

প্রথম তিন ম্যাচে বাংলাদেশের সামনে তিন কঠিন প্রতিপক্ষ-দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও স্বাগতিক ইংল্যান্ড। তবে টাইগারদের ভাবনায় এখন প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম ম্যাচটি। কারণ শুরুটা ভালো হলে পুরো টুর্নামেন্টেই তার একটা ছাপ পড়ে। আর মনে-প্রাণে বিশ্বাস থাকবে ‘সেমিফাইনাল’। গতকাল স্বাগতিক ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচটি দিয়ে মাঠে গড়িয়েছে বিশ্বকাপ ২০১৯। বাংলাদেশ দলের কোনো অনুশীলন ছিল না। ক্রিকেটাররা যে যার মতো ছুটি কাটিয়েছেন। টিম হোটেল পার্ক প্লাজা রিভার ব্যাংকে মিডিয়ার সঙ্গে কথা বলেন লিটন কুমার দাস, ‘সেমিফাইনালে যেতে হলে আমাদেরকে জিততে হবে। প্রতি ম্যাচে আমাদের মাথায় একটাই চিন্তা থাকবে জিতলে সেমিতে যেতে হবে, না হলে বাদ পড়ে যাব ।’ প্রথম ম্যাচ সম্পর্কে টাইগার ওপেনার  বলেন, ‘ম্যাচটা কোনো মতেই সহজ হবে না। দক্ষিণ আফ্রিকা বোলিং বলেন বা ব্যাটিং বলেন খুবই ভালো। তারা এই কন্ডিশনে খেল অভ্যস্ত। ম্যাচটা আমাদের জন্য খুবই চ্যালেঞ্জিং হবে। দক্ষিণ আফ্রিকা খুবই ভালো টিম। তবে এমন নয় আমরা পারব না। ভালো খেললে অবশ্যই জেতা সম্ভব।’ বাংলাদেশের ক্রিকেটারদের প্রথম টার্গেট নিজেদের সেরাটা দেওয়া। প্রতিপক্ষ কতটা ভয়ঙ্কর তা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। লিটন বলেন, ‘খেলার ফল কি হবে সেটা পরের বিষয়। আমরা এখানে জয়ের জন্যই এসেছি এটাই আমাদের একমাত্র টার্গেট। শুধু প্রথম ম্যাচ কেন, শেষ ম্যাচেও আমাদের মানসিকতা একই রকম থাকবে।’ কয়েক দিন আগে অধিনায়ক মাশরাফি বলেছিলেন, ‘প্রথম তিন ম্যাচে কঠিন প্রতিপক্ষ। তবে আমরা যদিও হেরেও যাই, কিভাবে বুস্টআপ করতে হবে সেটা নিয়ে আলোচনা করছি। তবে হারার জন্য তো আর মাঠে নামব না!’ দৃঢ়তার  কথা জানালেন লিটনও। মনে-প্রাণে সেমিফাইনালের খেলার বিষয়টি যেন প্রতিধ্বনিত্ব হচ্ছে। এই বিষয়টি দারুণভাবে অনুপ্রাণিতও করছে মাশরাফিদের।

সর্বশেষ খবর