শিরোনাম
শুক্রবার, ৩১ মে, ২০১৯ ০০:০০ টা

দ্বিতীয় মেয়াদে শপথ মোদির

অমিতসহ যত চমক মন্ত্রিসভায়, পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর

গৌতম লাহিড়ী, নয়াদিল্লি

দ্বিতীয় মেয়াদে শপথ মোদির

শপথ অনুষ্ঠানে গতকাল নরেন্দ্র মোদি, রাজনাথ সিং ও অমিত শাহ -এএফপি

রাইসিনা হিলসের রাষ্ট্রপতি ভবনের প্রাঙ্গণে বিশিষ্ট অভ্যাগতদের উপস্থিতিতে বিজেপির নরেন্দ্র দামোদর দাস মোদি গতকাল দ্বিতীয়বার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন। এই প্রথম রাষ্ট্রপতি ভবনের প্রাঙ্গণে বিমসটেক দেশসমূহের রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানো হয়। এতে বাংলাদেশ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সস্ত্রীকসহ নেপাল, ভুটান, মিয়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, কিরগিজস্তান, মরিশাসের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিরা উপস্থিত ছিলেন।

এবারের প্রধানমন্ত্রী মোদি মন্ত্রিসভা গঠনের সব থেকে বড় চমক বিজেপি সভাপতি অমিত শাহকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় আনা এবং সাবেক পররাষ্ট্র সচিব এস জয়শংকরকে পূর্ণমন্ত্রী রূপে শপথ গ্রহণ করানো। অমিত শাহ কেন্দ্রে মন্ত্রী হওয়ায় এবার বিজেপির নয়া সভাপতি হবেন সম্ভবত ভুপেন্দ্র যাদব। বর্তমান পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজকে এবার মন্ত্রী করা হয়নি। শারীরিক কারণে এবার তিনি লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতাও করেননি। মন্ত্রীদের শপথ গ্রহণ করান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। শপথ নেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ও নির্মলা সীতারমণ। এবার অরুণ জেটলিও শারীরিক কারণে আগেই সরে দাঁড়িয়েছেন। মোট মন্ত্রীর সংখ্যা চুয়ান্ন। এর মধ্যে চব্বিশজন পূর্ণ মন্ত্রী। অবশিষ্টরা প্রতিমন্ত্রী। গতবারে হয়েছিল তিয়াত্তর জন। এখনো মন্ত্রীদের দফতর বণ্টন করা হয়নি। নয়জন মহিলা মন্ত্রী। শতকরা হিসাবে মাত্র সতেরো শতাংশ। পশ্চিমবঙ্গ থেকে বাবুল সুপ্রিয় ও দেবশ্রী চৌধুরী প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। তেমনি পূর্বের মন্ত্রী মানেকা গান্ধীকে মন্ত্রী করা হয়নি। তিনি ভবিষ্যতে লোকসবার স্পিকার হতে পারেন। স্পিকার সুমিত্রা মহাজন এবার প্রতিদ্বন্দ্বিতা করেননি। প্রবল হর্ষধ্বনির মধ্যে শপথ গ্রহণ করলেন স্মৃতি ইরানি। তিনি এবার কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে পরাস্ত করেন। এই অনুষ্ঠানে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধী এবং সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং উপস্থিত ছিলেন। শপথ অনুষ্ঠানে এবার বিজেপি শরিক মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের দল ক্ষুব্ধ হয়ে শপথ নেননি। অন্য শরিকদের মধ্যে আকালি ও লোকজনশক্তি পার্টির রামবিলাস পাসওয়ান ও শিবসেনার অরবিন্দ সামন্ত ও দলিত পার্টির রামদাস আঠাওয়ালে শপথ নেন। অভ্যাগতদের মধ্যে যেমন শিল্পপতিরা ছিলেন তেমনি বলিউড চিত্রতারকাও ছিলেন। ছিলেন জিতেন্দ্র, অনুপম খের, কঙ্গনা রাউত, আশা ভোঁসলে, করণ জোহর, রজনীকান্ত ও কৈলাস খের। শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রায় আট হাজার আমন্ত্রিতদের মধ্যে পুলওয়ামা জওয়ানদের শহীদ পরিবারদের সঙ্গে পশ্চিমবঙ্গের নিহত বিজেপি পরিবাররা ছিলেন।

সর্বশেষ খবর