শুক্রবার, ৩১ মে, ২০১৯ ০০:০০ টা

যুক্তরাষ্ট্র-চীন যুদ্ধ বাধতে পারে

প্রতিদিন ডেস্ক

যুক্তরাষ্ট্র-চীন যুদ্ধ বাধতে পারে

মাহাথির মোহাম্মদ

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেছেন, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার বিরোধ মিটিয়ে ফেলতে দেশ দুটি একে অন্যকে ছাড় দিতে হবে, নইলে এই বিরোধ সামরিক সংঘাতের রূপ নিতে পারে। মাহাথির গতকাল টোকিও নগরীতে ‘এশিয়ার ভবিষ্যৎ’ শীর্ষক সম্মেলনে বক্তৃতা করছিলেন। অনুষ্ঠানের আয়োজক জাপানভিত্তিক বাণিজ্য সাময়িকী ‘নিক্কি’। চীনা কোম্পানি ‘হুয়াওয়ে’র বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কুপিত হওয়ার প্রসঙ্গে মাহাথির বলেন, একদা জোরদার গবেষণা ও উন্নয়ন সক্ষমতা ছিল যুক্তরাষ্ট্রের করায়ত্ত। এখন সেই সক্ষমতা প্রাচ্য অর্জন করেছে- এই ‘বাস্তবতা’ ওয়াশিংটনকে মেনে নিতে হবে। মাহাথির বলেন, ‘আমি সামনে থাকতে না পারলে, আমি তোমায় নিষিদ্ধ করব, যুদ্ধজাহাজ পাঠাব’ মনোভঙ্গি তো প্রতিযোগিতা নয়- এটা হচ্ছে হুমকি।

সর্বশেষ খবর