রবিবার, ২ জুন, ২০১৯ ০০:০০ টা
টেকনাফের ইয়াবা সাম্রাজ্য

বন্দুকযুদ্ধে ফের নিহত ২

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে অভিযানের সময় বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে দুই মাদক পাচারকারী নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে দুটি ধারালো কিরিচ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বিজিবির দুজন সদস্য আহত হয়েছেন। এ ছাড়া পৃথক স্থান থেকে ৬ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। নিহত মাদক পাচারকারীরা হলেন টেকনাফ সদর ইউনিয়নের কেরুনতলী এলাকার মৃত শরিফের ছেলে মো. সাদেক (২৩) ও মংডু রাম্বীবিল এলাকার সুলতান আহমদের ছেলে আবদুল গফুর (৪০)। আহত বিজিবির দুই সদস্য হচ্ছেন সিপাহি মো. আল ইমরান ও আবদুল আউয়াল। খায়ুকখালী খালে গতকাল ভোররাতে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। টেকনাফ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফয়সল হাসান খান বলেন, গতকাল ভোররাতে খায়ুকখালী খাল দিয়ে ইয়াবার একটি বড় চালান মিয়ানমার থেকে বাংলাদেশে আসতে পারে এমন তথ্যের ভিত্তিতে টেকনাফ বিওপির বিশেষ টহলদল খালের পাশে অবস্থান নেয়। এ সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে নাফ নদী থেকে গুলি চালায় মাদক পাচারকারী। আত্মরক্ষায় বিজিবিও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে এক লাখ পিস ইয়াবা, দুটি ধারালো কিরিচসহ দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত বিজিবি সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অন্যদিকে টেকনাফে অভিযান চালিয়ে ৫ লাখ ৪০ হাজার পিস  ইয়াবা  উদ্ধার  করেছে বিজিবি। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। হ্নীলা ইউনিয়নের দমদমিয়া ওমর খাল থেকে শুক্রবার রাতে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে, কর্নেল  মো. ফয়সল হাসান খান বলেন, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে নাফ নদী দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান ওমর খালের ভিতর দিয়ে প্রবেশ করবে। এ সংবাদে তিনি দমদমিয়া বিওপির একটি টহল দল নিয়ে ওমর খালে গমন করেন। একপর্যায়ে ইয়াবা চোরাকারবারিরা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা ওমর খালে নৌকাটি ডুবিয়ে কেওড়াবাগানের দিকে রাতের আঁধারে দ্রুত পালিয়ে যায়। পরে তারা নৌকাটিতে তল্লাশি চালিয়ে ১৬ কোটি ২০ লাখ টাকার মূল্যমানের ৫ লাখ ৪০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার  করেন।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর