রবিবার, ২ জুন, ২০১৯ ০০:০০ টা

নিউজিল্যান্ড ১০ উইকেটে হারাল শ্রীলঙ্কাকে

ক্রীড়া প্রতিবেদক

ট্রেন্ট ব্রিজে ক্যারিবীয় বোলারদের গতি ও বাউন্সে অসহায় হয়েছিল পাকিস্তান। ২৪ ঘণ্টা পর কার্ডিফে নিউজিল্যান্ডের পেসারদের গতি, সুইং ও বাউন্সে অসহায় আত্মসমর্পণ করেছে শ্রীলঙ্কা। বিশ্বকাপ ক্রিকেটে দুই দলের সূচনা ম্যাচটিতে ছিল না কোনো প্রতিদ্বন্দ্বিতা। একতরফা ম্যাচটিতে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কাকে হেসে-খেলে ১০ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড ২০৩ বল হাতে রেখে। এর আগে ২০১৫ সালের ২৮ ডিসেম্বর ক্রাইস্টচার্চে ১০ উইকেটে হারিয়েছিল শ্রীলঙ্কাকে। বিশ্বকাপে এবার নিয়ে তৃতীয়বার ১০ উইকেটে জিতল তাসমান পাড়ের দেশটি। ২০১১ সালের বিশ্বকাপে চেন্নাইয়ে কেনিয়া এবং আহমেদাবাদে জিম্বাবুয়েকে ১০ উইকেটে হারিয়েছিল নিউজিল্যান্ড। কার্ডিফে প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কার সংগ্রহ ছিল ২৯.২ ওভারে ১৩৬। দ্বীপরাষ্ট্রকে অল্প রানে গুটিয়ে দিতে সামনে থেকে নেতৃত্ব দেন দুই পেসার লকি ফারগুসন ও ম্যাট হেনরি। দুই কিউই পেসারের গতি ও বাউন্সে অসহায় হয়ে দ্বীপরাষ্ট্রের পক্ষে একা লড়াই করেন অধিনায়ক দিমুথ কারুণারতেœ। তিনি ৫২ রানের লড়াকু ইনিংস খেললে শ্রীলঙ্কা শয়ের ঘর পেরোয়। এ ছাড়া দুই অঙ্কের রান করেন কুশল পেরেরা ও থিসারা পেরেরা। কারুণারতেœ হাফসেঞ্চুরির ইনিংসটি খেলেন ৮৪ বলে ৪ চারে। থিসারা ২৭ ও কুশল ২৯ রান করেন। ম্যাচসেরা ম্যাট হেনরি ৭ ওভারের স্পেলে ২৯ রানের খরচে নেন ৩ উইকেট ফারগুসনও নেন ৩ উইকেট। ১৩৭ রানের টার্গেটে খেলতে নেমে দুই কিউই ওপেনার মার্টিন গাপটিল ও কলিন মুনরো ১৬.১ ওভারেই বড় জয় তুলে নেন। বিশ্বকাপের গত আসরে ডাবল সেঞ্চুরি হাঁকানো গাপটিল ৭৩ রানে অপরাজিত ইনিংসটি খেলেন ৫১ বলে ৮ চার ও ২ ছক্কায়। মুনরো ৫৮ রানের অপরাজিত থাকেন ৪৭ বলে ৬ চার ও ১ ছক্কায়। নিউজিল্যান্ডের পরের ম্যাচ ৫ জুন বাংলাদেশের বিপক্ষে ওভালে এবং শ্রীলঙ্কা ৪ জুন খেলবে আফগানিস্তানের বিপক্ষে।

সর্বশেষ খবর