শিরোনাম
রবিবার, ২ জুন, ২০১৯ ০০:০০ টা

ঈদের কেনাকাটা করে বাড়ি ফেরা হলো না

নিজস্ব প্রতিবেদক

সন্তানদের জন্য ঈদের কেনাকাটা নিয়ে বাড়ি ফিরতে পারলেন না গৃহবধূ নুরুন্নাহার (২৫)। রাজপথেই তাকে একটি কনস্ট্রাকশনের গাড়ি ধাক্কা মেরে মৃত্যুর দুয়ারে ঠেলে দিয়েছে। শুক্রবার রাত ৩টার দিকে রাজধানীর শাহবাগ আজিজ সুপার মার্কেটের সামনে এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, এ ঘটনায় নুরুন্নাহারের স্বামী আবদুল হালিমও (৩০) আহত হয়েছেন। তারা কেনাকাটা শেষে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। পুলিশ জানায়, রাত ৩টার দিকে আবদুল মোনায়েম কোম্পানির একটি মিকচার মেশিন যুক্ত গাড়ি তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে দুজন দুই দিকে পড়ে যান। পরে মিকচার গাড়িটি নুরুন্নাহারের ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের তারাইল উপজেলার লাগপুরে। শাহবাগ থানার এসআই চম্পক চক্রবর্তী জানান, ঘাতক গাড়ির চালককে আটক ও গাড়িটি জব্দ করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয় এবং ময়নাতদন্ত শেষে গতকাল বিকালে স্বজনরা তার লাশ গ্রামের বাড়ির উদ্দেশ্য নিয়ে গেছেন। ঢামেক সূত্র জানায়, নুরুন্নাহার ভাটারার খন্দকার বাড়ির মোড় সোলমাইদ এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন। তাদের দুই ছেলে রয়েছে।

সর্বশেষ খবর