শিরোনাম
রবিবার, ২ জুন, ২০১৯ ০০:০০ টা

ফটোসেশন কৃষকদের সঙ্গে প্রহসন

নিজস্ব প্রতিবেদক

ফটোসেশন কৃষকদের সঙ্গে প্রহসন

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেছেন, কৃষক ধান কাটার লোক চায় না, ধানের লাভজনক মূল্য চায়। কিন্তু খেতমজুর সংগঠনের শক্তিহীনতার কারণে প্রতিটি সরকারই কৃষককে তুচ্ছতাচ্ছিল্য করতে পারে। কৃষককে নিয়ে প্রহসন করতেও তারা কম যায় না। কামলা দেওয়ার নামে ক্ষমতাসীনদের ফটোসেশন তার প্রমাণ। কৃষককে নিয়ে এ ধরনের প্রহসনের খেলা বন্ধ করার দাবি জানান তিনি। গতকাল জাতীয় কৃষক সমিতি ও খেতমজুর ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন। ১৫ জুন রাজধানীত অনুষ্ঠেয় কৃষক-খেতমজুর কনভেনশন সফল করতে এ সভার আয়োজন করা হয়। সাবেক মন্ত্রী মেনন আরও বলেন, চাল রপ্তানির নামে চালকল মালিক ও রপ্তানিকারকদের প্রণোদনার অর্থ দেওয়ার পরিবর্তে কৃষকের পণ্য সংরক্ষণ ও বিপণনে ভর্তুকি দেওয়াই হবে যুক্তিযুক্ত। এ সময় তিনি সরকারকে সতর্ক করে দিয়ে বলেন, দেশের কৃষকের স্বার্থ রক্ষায় সরকার যদি কর্যকর ব্যবস্থা না নেয়, তাহলে কৃষক কেবল খেতেই আগুন দেবে না, ভারতের কৃষকের মতো মৃত্যুর পথ বেছে নেবে। তিনি বলেন, সরকারের মন্ত্রী ও কর্তাব্যক্তিরা কামলার দাম বেশি হওয়ার আজগুবি দোষ খুঁজে পেয়েছেন। তারা কৃষক-খেতমজুরকে পরস্পরের মুখোমুখি দাঁড় করাচ্ছেন। কিন্তু তারা ভুলে যাচ্ছেন, এই ধান কাটা খেতমজুর বছরে ছয় মাস কাজ না পেয়ে শহরে এসে রিকশা চালায়, ইটের ভাটায় কাজ করে। সভায় আরও বক্তব্য দেন জাতীয় কৃষক সমিতির কার্যকরী সভাপতি মাহমুদুল হাসান মানিক, খেতমজুর ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন রাজু, কৃষক সমিতির মোস্তফা আলমগীর রতন, দফতর সম্পাদক আবুল কালাম আজাদ খান প্রমুখ।

সর্বশেষ খবর