শিরোনাম
মঙ্গলবার, ৪ জুন, ২০১৯ ০০:০০ টা

ভয়ঙ্কর জালিয়াতিতে ওরা সংঘবদ্ধ চক্র

এটিএম বুথ থেকে টাকা হাতিয়ে নেওয়ায় ছয় বিদেশি রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক

ডিজিটাল জালিয়াতির মাধ্যমে একটি ব্যাংকের এটিএম বুথের সিস্টেম হ্যাক করে তিন লাখ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় গ্রেফতার ছয় বিদেশিকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

পুলিশ গতকাল তাদের আদালতে হাজির করে আট দিনের রিমান্ডের আবেদন করলে ঢাকার মহানগর হাকিম ধীমান চন্দ্র মণ্ডল তিন দিনের হেফাজত মঞ্জুর করেন। আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, এ মামলার আসামিরা সবাই ইউক্রেনের নাগরিক। তারা হলেন- দেনিস ভিতোমস্কি (২০), নাজারি ভজনোক (১৯), ভালেনতিন সোকোলোভস্কি (৩৭), সের্গেই উইক্রাইনেৎস (৩৩),  শেভচুক আলেগ (৪৬) ও ভালোদিমির ত্রিশেনস্কি (৩৭) আদালতে পাঠানো পুলিশের প্রতিবেদনে বলা হয়, একটি সংঘবদ্ধ চক্র খিলগাঁও তালতলা মার্কেটের সামনে ডাচ্-বাংলা ব্যাংকের বুথ  থেকে টাকা তোলার সময় এক বিদেশি নাগরিককে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পান্থপথের একটি হোটেল  থেকে আরও পাঁচ বিদেশিকে গ্রেফতার করা হয়। ওই ঘটনায় রবিবার খিলগাঁও থানায় একটি মামলা করেন ডাচ্-বাংলা ব্যাংকের ডেলিভারি চ্যানেলের হেড অব অলটারনেট মশিউর রহমান। মামলার তদন্তভার দেওয়া হয় গোয়েন্দা পুলিশকে।

সর্বশেষ খবর