শনিবার, ৮ জুন, ২০১৯ ০০:০০ টা

বৃষ্টিতে পরিত্যক্ত পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ

ক্রীড়া প্রতিবেদক

প্রথম ম্যাচে পুরোপুরি বিধ্বস্ত। শয়ের ঘর পেরোতেই ঘাম ঝরাতে হয়েছিল পাকিস্তান ও শ্রীলঙ্কাকে। প্রথম ম্যাচের ধাক্কা সামলে দ্বিতীয় ম্যাচেই জয় তুলে নেয় এশিয়ার দুই প্রতিনিধি। গতকাল ব্রিস্টলে ছিল বিশ্বকাপে দুই দলেরই তৃতীয় ম্যাচ। বৃষ্টিতে বল গড়াইনি মাঠে। পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়ারা।

নটিংহ্যামে প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০৫ রানে গুটিয়ে গিয়েছিল ১৯৯২ সালের বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তান। হেরেছিল ৭ উইকেটের বড় ব্যবধানে। দ্বিতীয় ম্যাচে নটিংহ্যামেই স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ‘ইউটার্ন’ দিয়ে ৩৪৮ রান তুলে ১৪ রানে জয় নিয়ে মাঠ ছাড়ে সরফরাজ আহমেদের পাকিস্তান। শ্রীলঙ্কা কার্ডিফে প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে গুটিয়ে যায় ১৩৬ রানে। হার মানে ১০ উইকেটে। সাউদাম্পটনে দ্বিতীয় ম্যাচে এশিয়ার আরেক প্রতিনিধি আফগানিস্তানকে হারায় ডার্ক ওয়ার্থ লুইস মেথডে ৩৪ রানে।

দুই দলই দ্বিতীয় জয়ের জন্য গতকাল মুখোমুখি হয়েছিল ব্রিস্টলে।

সর্বশেষ খবর