শনিবার, ৮ জুন, ২০১৯ ০০:০০ টা

বাংলাদেশের জয় এখন আর অঘটন নয়

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশের জয় এখন আর অঘটন নয়

লিয়াম প্লাঙ্কেট

বাংলাদেশকে হেলাফেলা করার দিন শেষ। প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক না কেন, নিজেদের দিনে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। আজ কার্ডিফে ইংল্যান্ডের বিপক্ষে ক্রিকেট লড়াইয়ে নামছে টাইগাররা। তার আগে ইংলিশ পেসার লিয়াম প্লাঙ্কেট সতর্ক করে বলেছেন, বাংলাদেশের জয়গুলো এখন আর অঘটন নয়। চলতি বিশ্বকাপে শিরোপার অন্যতম দাবিদার ইংল্যান্ড। গত বিশ্বকাপের পর থেকে টানা ভালো ক্রিকেট খেলছে দলটি। ওয়ানডে ক্রিকেটটাকেই পাল্টে দিয়েছে দলটি। দলটির ক্রিকেটাররাও দারুণ খেলছেন। এবার পঞ্চমবারের মতো ক্রিকেট মহাযজ্ঞের আয়োজক ইংল্যান্ড। বাংলাদেশ বিশ্বকাপ খেলছে টানা ষষ্ঠবার। গত আসরে কোয়ার্টার ফাইনাল খেলেছিলেন মাশরাফিরা। এবার স্বপ্ন সেমিফাইনালের। আকাশছোঁয়া স্বপ্ন পূরণের পথে প্রথম ম্যাচে চমকে দিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। ক্রিকেট পরাশক্তি প্রোটিয়াদের হারিয়ে শুভ সূচনা করে বিশ্বকাপে। পরের ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরেছে শেষ পর্যন্ত লড়াই করে। মাশরাফিদের এই লড়াইয়ে এখন আর বিস্মিত নন বর্তমান ও সাবেক ক্রিকেট তারকারা। প্রতিটি ম্যাচের আগেই প্রতিপক্ষ দলগুলো সমীহ করছে টাইগারদের। আজ স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে লিগ পর্বের তৃতীয় ম্যাচ খেলবেন মাশরাফিরা। দুই দলেরই একটি করে জয় রয়েছে। টাইগারদের বিপক্ষে খেলতে নামার আগে স্পষ্ট করেই নিজ দলকে সতর্ক করেছেন ইংলিশ পেসার লিয়াম প্লাঙ্কেট। জানিয়েছেন, বাংলাদেশের জয়গুলো এখন আর অঘটন নয়। যোগ্য দল হিসেবেই তারা জিতছে। দুই দল এখন পর্যন্ত ২০টি ম্যাচ খেলেছে পরস্পরের বিপক্ষে। বাংলাদেশের জয় ৪টি। দুটিই আবার বিশ্বকাপে এবং টানা। আজ কার্ডিফে তৃতীয় সন্ধানে নামবেন মাশরাফিরা। ৬ ফুট ৩ ইঞ্চি দীর্ঘদেহী লিয়াম প্লাঙ্কেট বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলেছেন প্রোটিয়াদের বিপক্ষে। ৩৭ রানে ২ উইকেট নিয়ে সামর্থ্যরে প্রমাণ দিয়েছেন। কিন্তু দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে সাজঘরে বসেছিলেন। আজ নামবেন কি না, নিশ্চিত নয়। তবে স্বাগতিকদের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটারদের একজন প্লাঙ্কেট বলছেন ইংল্যান্ডকে কঠিন লড়াই করতে হবে. ‘বাংলাদেশ যেদিন ফর্মে থাকে, সেদিন যে কোনো দলকে হারানোর সামর্থ্য রাখে। বিশ্বকাপে তাদের জয় এখন আর অঘটন নয়।’ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৩০ রান করেছিল টাইগাররা। জিতেছিল ২১ রানে। ক্রিকেট বোদ্ধাদের অনেকেই এখন দক্ষিণ আফ্রিকাকে হারানোটাকে অঘটন বলছেন। কিন্তু ইংলিশ ফাস্ট বোলার সেটা মানতে রাজি নন, ‘আমরা দেখেছি বাংলাদেশ কীভাবে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে। তাদের ওই জয়কে কোনোভাবেই অঘটন বলা যায় না। বাংলাদেশ অনেক শক্তিশালী দল।’ ইংল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত যে ৪টি জয় পেয়েছে, তার একটি ন্যাটওয়েস্ট ট্রফিতে, ২০১০ সালে ব্রিস্টলে। একটি বাংলাদেশের মাটিতে বাই লেটারাল সিরিজে। বাকি দুটির একটি গত বছর অ্যাডিলেডে বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ওঠার ম্যাচে এবং আরেকটি ২০১১ সালে চট্টগ্রামে। আজ কী পারবেন মাশরাফি, সাকিব, মুশফিকরা? 

সর্বশেষ খবর