শনিবার, ৮ জুন, ২০১৯ ০০:০০ টা

৭ জুন অস্বীকারকারীরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নয়

নিজস্ব প্রতিবেদক

৭ জুন অস্বীকারকারীরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নয়

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যারা ৭ জুনকে অস্বীকার করে তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নয়। স্বাধীনতার আন্দোলনে ৭ জুন ছিল (ছয় দফা দিবস) ‘টার্নিং পয়েন্ট’। গতকাল রাজধানীর ধানমন্ডিতে ঐতিহাসিক ছয় দফা দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। কাদের বলেন, ৭ জুন আমাদের স্বাধীনতার পথে ঐতিহাসিক এক মাইলফলক। এদিন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফা ঘোষণা করেন। তার ঘোষিত ঐতিহাসিক ছয় দফার লক্ষ্যই ছিল স্বাধীনতার মূলমন্ত্র। এ জন্য স্বাধীনতার আন্দোলনে ৭ জুন ছিল ‘টার্নিং পয়েন্ট’। মনু মিয়াসহ যেসব শহীদ সেদিন আত্মদান করে গেছেন, তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ৭ জুনের পথ ধরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি। আজ আমাদের মুক্তির সংগ্রামের কান্ডারি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি শোষণ ও দারিদ্র্য মুক্তির মধ্য দিয়ে। ছয় দফা দিবসে গতকাল ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, কর্নেল (অব.) ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরীসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন যুবলীগ নেতৃবৃন্দ। প্রসঙ্গত, ১৯৬৬ সালের ৭ জুন বাঙালির মুক্তির সনদ ঐতিহাসিক ছয় দফা ঘোষণা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ছয় দফার ভিত্তিতেই পরবর্তী সময়ে ঊনসত্তরের গণবিস্ফোরণ এবং ১১ দফা আন্দোলন।

এরপর ১৯৭০ সালের নির্বাচন ও ১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ। এই ভাষণের মধ্য দিয়েই মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা অর্জন।

সর্বশেষ খবর