শনিবার, ৮ জুন, ২০১৯ ০০:০০ টা

গণতন্ত্রের ঐক্য প্রতিহিংসার ছোবলে ক্ষত-বিক্ষত

নিজস্ব প্রতিবেদক

গণতন্ত্রের ঐক্য প্রতিহিংসার ছোবলে ক্ষত-বিক্ষত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ ক্ষমতাসীন সরকারের সমালোচনা করে বলেছেন, গণতন্ত্রের ঐক্যের মিলিত সুরকে বর্তমান সরকার হিংসা-প্রতিহিংসার ছোবলে ক্ষত-বিক্ষত করেছে। দেশকে চিরস্থায়ী বিভেদ-বিভাজনের সর্বনাশা নৈরাজ্যের দিকে ঠেলে দিয়েছে। গতকাল দুপুরে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

রিজভী আহমেদ বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় বিএসএমএমইউতে বোমা উদ্ধারের ঘটনায় সেখানে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রীর জীবন ও নিরাপত্তা নিয়ে দলের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করেছি। আজকে আবারও বোমা উদ্ধারের ওই রহস্যজনক ঘটনায় বেগম খালেদা জিয়ার সার্বিক নিরাপত্তা ও সুচিকিৎসা নিশ্চিত করার এবং তার মুক্তির জোর দাবি জানাচ্ছি। তিনি আরও বলেন, ঈদের রাতে ভেঙে ফেলা হলো পুরান ঢাকার ‘জাহাজ বাড়ি’। স্থানীয় এমপি ও আওয়ামী লীগ নেতা হাজী সেলিমের লোকজন দিয়ে দিন-রাতে হঠাৎ চকবাজারের এই ভবন ভেঙে ফেলে বলে গণমাধ্যমে খবর বেরিয়েছে। এই বাড়িটি একটি হেরিটেজ, শতবর্ষী এই ঐতিহ্যবাহী ভবনটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন। হাই কোর্টের নিষেধাজ্ঞা ছিল এই ভবন ভাঙার ওপর। তার পরেও আওয়ামী দখলদারিত্বের হাত থেকে এই ঐতিহ্যবাহী বাড়িটি রেহাই পেল না। এই ঘটনায় আবারও প্রমাণিত হলো, আওয়ামী লীগ মূলত এখন ‘দখল লীগে’ পরিণত হয়েছে।

সর্বশেষ খবর