শিরোনাম
রবিবার, ৯ জুন, ২০১৯ ০০:০০ টা

বৈঠকের পরে জোটের বিষয়ে সিদ্ধান্ত নেব

জয়শ্রী ভাদুড়ী

বৈঠকের পরে জোটের বিষয়ে সিদ্ধান্ত নেব

বঙ্গবীর কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের সম্পর্ক কী দাঁড়াবে সে বিষয়ে আগামীকাল বৈঠকের পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন দলটির সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। গত ৯ মে ‘অসঙ্গতি’ দূর করার জন্য জাতীয় ঐক্যফ্রন্টকে এক মাসের আলটিমেটাম দিয়েছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।

গতকাল তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ৪ জুন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন আলোচনার জন্য ডেকেছিলেন। আমাদের সঙ্গে আলোচনা হয়েছে। তিনি অন্য দলগুলোর সঙ্গেও এ সময়ের মধ্যে আলোচনা শুরু করেছেন। আগামীকাল সব দলের সঙ্গে তিনি বৈঠকে বসবেন। এ বৈঠকের পরে আমরা ঐক্যফ্রন্টের বিষয়ে সিদ্ধান্ত নেব। গত ৯ মে সংবাদ সম্মেলনে কাদের সিদ্দিকী বলেছিলেন, ঐক্যফ্রন্টের মধ্যে অনেক অসঙ্গতি রয়েছে। এসব অসঙ্গতি ও কিছু প্রশ্নের উত্তর এক মাসের মধ্যে সুরাহা না হলে ৮ জুন ঐক্যফ্রন্ট থেকে বেরিয়ে যাবে কৃষক শ্রমিক জনতা লীগ। তবে এ আলটিমেটাম শেষ হওয়ার আগেই ঈদের আগের রাতে ফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের আহ্বানে তার বেইলি রোডের বাসায় যান কাদের সিদ্দিকী। ফ্রন্টের শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রথমে ১২ জুন বৈঠক ডাকা হলেও পরে তা এগিয়ে ১০ জুন জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠক ডেকেছেন ড. কামাল হোসেন। ওই বৈঠকে ঐক্যফ্রন্টের বিগত দিনের কার্যক্রম পর্যালোচনা ও পরবর্তী করণীয় নির্ধারণী আলোচনা হবে।

সর্বশেষ খবর