শিরোনাম
রবিবার, ৯ জুন, ২০১৯ ০০:০০ টা

মন্দিরে ১০০ কেজি ফুল মোদির

কলকাতা প্রতিনিধি

মন্দিরে ১০০ কেজি ফুল মোদির

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর বিদেশ (মালদ্বীপ ও শ্রীলঙ্কা) সফরে যাওয়ার আগে গতকাল কেরালার প্রসিদ্ধ গুরুভায়ু শ্রীকৃষ্ণের মন্দিরে পূজা করেছেন। তিনি সাদা শাল (কেরালার ঐতিহ্যবাহী পোশাক) গায়ে সকালে এই মন্দিরে ঢোকেন এবং রীতি অনুযায়ী নিজ দেহের ওজনের সমান ১০০ কিলোগ্রাম পদ্মফুল দান করেন। প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন কেরালার রাজ্যপাল পি. সদাশিবম, পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি. মুরলিধরন ও কেরালার মন্ত্রী কে. সুরেন্দ্রণ। মোদি যখন কেরালায় ঠিক তখনই কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী নিজের লোকসভা আসন এলাকা কেরালার ওয়ানাড়ে তিন দিনের জন্য সফররত। শুক্রবার ও গতকাল তিনি বিভিন্ন অনুষ্ঠানে বক্তৃতাকালে বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্রোধ, মিথ্যা, অসহিষ্ণুতা এবং দেশের জঘন্যতম অনুভূতির প্রতিনিধিত্ব করেন।’ রাহুল বলেন, ‘জাতীয় স্তরে আমরা বিষের বিরুদ্ধে লড়াই করছি কিন্তু মোদির প্রচারণা ভরা ছিল মিথ্যা, বিষ, বিদ্বেষ এবং দেশের মানুষের মধ্যে তৈরি বিভেদ। এবারের নির্বাচনে তিনি মিথ্যার আশ্রয় নিয়েছেন... আর কংগ্রেসের পথ ছিল সত্য, ভালোবাসা ও ¯ন্ডেœহের।’ শুক্রবারও মালাপ্পুরমে মোদির সমালোচনা করে রাহুল বলেন, ‘মোদির রুপি আছে, তিনি গণমাধ্যমকে পাশে পেতে পারেন, তাঁর ধনী বন্ধুরা থাকতে পারে কিন্তু কংগ্রেস সবসময় বিজেপির দ্বারা সৃষ্ট অসহিষ্ণুতার বিরুদ্ধে লড়াই করে যাবে।’ মন্দিরে পূজার পর টুইট করে প্রধানমন্ত্রী জানান, জাগ্রত এই মন্দিরে তিনি দেশের সমৃদ্ধি ও অগ্রগতির প্রার্থনা করেছেন। থালুভারম রীতি অনুযায়ী গুরুভায়ুর মন্দিরে পুজো দেওয়ার একটি ছবিও পোস্ট করেন প্রধানমন্ত্রী।

আমার কাছে দেশের সব মানুষই সমান। নির্বাচন ও গণতন্ত্র- উভয়ই পৃথক বিষয়। এগুলোকে সম্মান জানানো উচিত।’ তিনি আরও বলেন, ‘কোনো কোনো পি ত ভাবছেন যে বিজেপি কেরালায় তাদের খাতা খুলতে পারল না অথচ ওই রাজ্যে গিয়ে সেখানকার মানুষকে অভিনন্দন জানাতে মোদি সেখানে যাচ্ছেন। তার মনের মধ্যে কী আছে কে জানে! কিন্তু এটাই আমাদের সংস্কৃতি, আমাদের চিন্তাভাবনা।’

সর্বশেষ খবর