সোমবার, ১০ জুন, ২০১৯ ০০:০০ টা

বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারাল ভারত

ক্রীড়া প্রতিবেদক

বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারাল ভারত

বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারানোর পর ভারতীয়দের উচ্ছ্বাস -এএফপি

রান উৎসবে মেতেছে বিশ্বকাপ ক্রিকেট। রান বন্যায় ভেসেছে ওভাল। ভারত-অস্ট্রেলিয়া ম্যাচটি চলতি বিশ্বকাপে ঐতিহাসিক ভেন্যুর চার নম্বর ম্যাচ। বাংলাদেশ-নিউজিল্যান্ড ছাড়া বাকি তিন ম্যাচেই তিনশ’র উপর স্কোর করেছে দলগুলো। গতকাল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও দুবারের চ্যাম্পিয়ন ভারতের ব্যাটসম্যানরা রান উৎসবে মেতেছিলেন। দুই শিরোপা প্রত্যাশীর হেভিওয়েট লড়াইয়ে শেষ হাসি হেসেছে ভারত। বিশ্বকাপের চলতি আসরে দ্বিতীয় জয় পেতে বিরাট কোহলির ভারত ৩৬ রানে হারিয়েছে অস্ট্রেলিয়াকে। ভারত খেলেছে প্রথম ম্যাচে প্রোটিয়াদের বিপক্ষে সহজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে। স্টিভ স্মিথের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া নামে টানা তৃতীয় জয়ের সন্ধানে। মিচেল স্টার্ক, প্যাট কামিন্সদের গতি ও বাউন্সের বিপক্ষে দুই ভারতীয় ওপেনার রোহিত শর্মা ও ধাওয়ান ২২.৩ ওভারে ১২৭ রানের ভিত দেন। প্রোটিয়াদের বিপক্ষে সেঞ্চুরি হাঁকানো রোহিত সাজঘরে ফিরেন ৫৭ রানের জ্বলজ্বলে ইনিংস খেলে। ৭০ বলের ইনিংসটিতে একটি ছক্কা মেরে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়েন তিনি। টেস্ট, ওয়ানডে ও টি-২০ মিলিয়ে রোহিতের ছক্কা ৩৫৫টি। ধোনির ছক্কা ৩৫৪টি। ধাওয়ানের ১৩০ ওয়ানডে ক্যারিয়ারের ১৭ নম্বর সেঞ্চুরির ইনিংসটি ছিল ১০৯ বলে ১১৭ রানের। ইনিংসটিতে ছিল ১৬টি চার। এক সেঞ্চুরি ও দুই হাফ সেঞ্চুরিতে ৫০ ওভারে ভারতের সংগ্রহ ৫ উইকেটে ৩৫২। যা চলতি বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ। শনিবার কার্ডিফে বাংলাদেশের বিপক্ষে ৩৮৬ রান করেছিল ইংল্যান্ড। ভারতীয় অধিনায়ককে সহায়তা করেন হার্দিক পান্ডিয়া ও সাবেক অধিনায়ক ধোনি টর্নেডো ইনিংস খেলে। কোহলি ৮২ রানের দৃষ্টিনন্দন ইনিংস খেলেন ৭৭ বলে ৪ চার ও ২ ছক্কায়। পান্ডিয়া ৪৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন মাত্র ২৭ বলে ৪ চার ও ৩ ছক্কায়। ধোনি ২৭ রানের ঝড়ো ব্যাটিং করেন মাত্র ১৪ বলে। পাহাড়সম ৩৫৩ রানের টার্গেটে খেলতে নেমে অস্ট্রেলিয়ানরা শেষ পর্যন্ত লড়াই করেছে ব্যবধান কমিয়েছে। কিন্তু জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি। সাবেক অধিনায়ক স্মিথের ৬৯ ও ডেভিড ওয়ার্নারের ৫৬ রানে ভর করে অস্ট্রেলিয়ার ইনিংস থেমে যায় ৩১৬ রানে। ভারতের তৃতীয় ম্যাচ ১৩ জুন, নটিংহ্যামে প্রতিপক্ষ নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়ার চার নম্বর ম্যাচ ১২ জুন, টন্টনে প্রতিপক্ষ পাকিস্তান।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর