সোমবার, ১০ জুন, ২০১৯ ০০:০০ টা

পুলিশের আন্তরিকতায় ঈদ ছিল উৎসবমুখর

নিজস্ব প্রতিবেদক

পুলিশের আন্তরিকতায় ঈদ ছিল উৎসবমুখর

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রতিটি সদস্যের আন্তরিকতা, পেশাদারিত্বের কারণেই দুই কোটি নগরবাসী উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন করতে পেরেছেন বলে মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। গতকাল সকালে ডিএমপি সদর দফতরে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এমন পেশাদারিক প্রচেষ্টা ও দায়িত্ব পালনের জন্য ডিএমপির প্রতিটি সদস্যকে আনুষ্ঠানিক ধন্যবাদ জানিয়েছেন তিনি। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে কমিশনার বলেন, ঈদের মধ্যে খালি বাসা-বাড়ি, মার্কেট, বিশেষ করে সোনার দোকানের নিরাপত্তা বিধান আমাদের কাছে অত্যন্ত জরুরি ছিল। আমাদের কঠোর নিরাপত্তার কারণে আল্লাহর রহমতে বড় কোনো ধরনের চুরি, ডাকাতি এই সময়ে হয়নি। আমাদের ক্রাইম বিভাগ, ডিবি, সিটিটিসি, ট্রাফিক বিভাগসহ সবাই নিরাপত্তা বিধানে কাজ করেছে। ঈদযাত্রা ও নিরাপত্তায় আমাদের আন্তরিকতার কমতি ছিল না। যারা ঢাকা থেকে প্রিয়জনের সঙ্গে ঈদ করতে নিজ গ্রামে গেছেন, তাদের যাত্রা এবার অনেক ভালো ও আরামদায়ক ছিল।

 ঈদ করে যারা ফিরবেন তাদের যাত্রাও ভালো এবং আরামদায়ক হবে। তিনি আরও বলেন, আমরা বিভিন্ন এলাকায়, মহল্লায় মহল্লায় গাড়ির গতি নিয়ন্ত্রণ করেও অপরাধীদের অবাধ চলাচল নিয়ন্ত্রণের চেষ্টা করেছি। নিরাপত্তা ব্যবস্থা সবকিছু মিলে ভালো ছিল। এ সময় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আগত পুলিশ সদস্যদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন ডিএমপি কমিশনার।

সর্বশেষ খবর