মঙ্গলবার, ১১ জুন, ২০১৯ ০০:০০ টা

আজ লঙ্কাবধ, আতঙ্ক বৃষ্টি

আজ লঙ্কাবধ, আতঙ্ক বৃষ্টি

ব্রিস্টল কাউন্টি গ্রাউন্ডে গতকাল রিয়াদ-মুশফিকরা ব্যস্ত অনুশীলনে। ইনজুরির কারণে অংশ নিতে পারেননি সাকিব -বাংলাদেশ প্রতিদিন

ব্রিস্টলে বেশ ঠান্ডা। অনুশীলনে গতকাল কানটুপি পরে নামেন টাইগাররা। তবে মাশরাফিদের মনের ভিতর যে আগুন বাইরের শীত খুব একটা সমস্যা হওয়ার কথা নয়! টানা দুই ম্যাচে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিরুদ্ধে হারের পর জয়ের জন্য উদগ্রীব হয়ে আছেন ক্রিকেটাররা। আজকের ম্যাচকে ‘ডু অর ডাই’ মনে করেই খেলতে নামছেন মাশরাফিরা। প্রতিপক্ষ ‘চেনা’ শ্রীলঙ্কা। চন্দিকা হাতুরাসিংহের দলের ‘আদিঅন্ত’ সবই জানা। তারপরও আজকের ম্যাচ নিয়ে বেশ শঙ্কিত বাংলাদেশ। ভয়টা প্রতিপক্ষ শ্রীলঙ্কাকে নয়। মাশরাফিদের আতঙ্কের নাম বৃষ্টি! টাইগার ক্যাপ্টেন কাল ব্রিস্টলের কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে বললেন, ‘আমাদের দরকার ২ পয়েন্ট। চাই ম্যাচটি পুরোপুরি হোক। আগের দুই ম্যাচে হেরে বেশ হতাশ। অন্তত একটি ম্যাচে জিতলে এই ম্যাচ নিয়ে কোনো টেনশন ছিল না। তবে ম্যাচটা পরিত্যক্ত হলে সেমিফাইনালের রাস্তাটা খুবই কঠিন হয়ে যাবে।’

ব্রিস্টলের এই মাঠে এর আগে মাত্র একটি ম্যাচই খেলেছে বাংলাদেশ। ২০১০ সালে ইংল্যান্ডকে ৫ রানে হারানোর মধুর স্মৃতি আছে। অন্য দিকে প্রতিপক্ষ শ্রীলঙ্কার জন্য ভেন্যুটি যেন ‘অপয়া’! শ্রীলঙ্কা এই মাঠে চারটি ম্যাচ খেলেছে। কোনো জয় পায়নি। তার মধ্যে সব শেষ দুই ম্যাচই পরিত্যক্ত হয়েছে। ২০১৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে তাদের ম্যাচটি বৃষ্টিতে প  হয়েছে। এই বিশ্বকাপেই তো পাকিস্তানের বিরুদ্ধে তাদের ম্যাচটি মাঠে গড়ায়নি। ১৯৮৩ সালে তারা নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেরেছিল ৫ উইকেটে। ২০০২ সালে ভারতের বিরুদ্ধে হেরে যায় ৬৩ রানের বড় ব্যবধানে। তবে এবারের বিশ্বকাপে সেমির আশা টিকিয়ে রাখতে হলে তাদেরও জয়ের বিকল্প নেই। তাই দুই দলই চাচ্ছে, ম্যাচটি মাঠে গড়াক। দুই দলই চাচ্ছে ২ পয়েন্ট করে। প্রথম ম্যাচে নিজেদের সেরাটা উজাড় করে নিয়ে দক্ষিণ আফ্রিকাকে হারালেও পরের দুই ম্যাচে নিজেদের মেলে ধরতে ব্যর্থ হয়েছে টাইগাররা। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং-তিন বিভাগেই ছিল হতাশাজনক পারফরম্যান্স। তবে আজকের ম্যাচে জয়ের ব্যাপারে বেশ আত্মপ্রত্যয়ী টাইগাররা। গতকাল মাশরাফি বলেন, ‘দলের সবাই জয়ের জন্য ক্ষুধার্ত। আগের ম্যাচের ফল নিয়ে আমরা ভাবছি না। সবাই ঠিক আছে। দৃষ্টি কেবল জয়ের দিকে।’ এই ম্যাচটি পরিত্যক্ত হলে দুই দলই এক পয়েন্ট করে পাবে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর