মঙ্গলবার, ১১ জুন, ২০১৯ ০০:০০ টা

ওয়েস্ট ইন্ডিজ দক্ষিণ আফ্রিকা ম্যাচ পরিত্যক্ত

ক্রীড়া প্রতিবেদক

বৃষ্টিতে ভেসে গিয়েছিল পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ। ব্রিস্টলের ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করে নেয় দুই দল। গতকাল পরিত্যক্ত হয়েছে ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা ম্যাচ। এর আগে বৃষ্টিতে বাধাগ্রস্ত হয়ে কার্টেল ওভারের ম্যাচ খেলেছিল আফগানিস্তান ও শ্রীলঙ্কা। গতকাল সাউদাম্পটনে ফের বৃষ্টিতে আটকে গেছে ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা। ৭.৩ ওভারে প্রোটিয়াসরা ২ উইকেটে ২৯ রান সংগ্রহ করতেই বন্ধ হয়ে যায় খেলা। ওপেনার হাশিম আমলা ও মারক্রাম ফিরে গেছেন সাজঘরে। কুইন্টন ডি কক ব্যাট করছিলেন ১৭ রানে। মাত্র নেমেছেন অধিনায়ক ফাফ ডুপ্লেসিস। ক্যারিবীয় বাঁহাতি ফাস্ট বোলার শেল্ডন কটরেলর নিয়েছেন ২ উইকেট। এই রিপোর্ট লেখা পর্যন্ত সাউদাম্পটনে বৃষ্টি ঝরছিল। বন্ধ যাওয়া ম্যাচে আবার ক্যাচ ধরার রেকর্ডও গড়েছেন টর্নেডো ব্যাটসম্যান ক্রিস গেইল। হাশিম আমলাকে তালুবন্দী করে তিনি এখন ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে বেশি ক্যাচ ধরার মালিক। ২৮৯ ম্যাচে তার ক্যাচ সংখ্যা ১২১। দুইয়ে থাকা কার্ল হুপারের ক্যাচ সংখ্যা ১২০টি। ওয়েস্ট ইন্ডিজ প্রথম ম্যাচে পাকিস্তানকে ১০৫ রানে গুঁড়িয়ে ৭ উইকেটের জয় তুলে নিয়েছিল। পরের ম্যাচে অবশ্য পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় ১৫ রানে। প্রোটিয়াদের বিপক্ষে নেমেছিল তৃতীয় ম্যাচ খেলতে। ‘চোকার্স’ খ্যাত দক্ষিণ আফ্রিকা খেলছে চার নম্বর ম্যাচ। প্রথম ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের কাছে ১০৪ রানে, দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের কাছে ২১ রানে এবং তৃতীয় ম্যাচে ভারতের কাছে হেরেছিল ৬ উইকেটে।

সর্বশেষ খবর