মঙ্গলবার, ১১ জুন, ২০১৯ ০০:০০ টা

ঐক্যফ্রন্টের জরুরি বৈঠকে আসেননি কামাল-মান্না

কর্মসূচি নির্ধারণ পরবর্তী বৈঠকে বাড়বে জোটের পরিধি

নিজস্ব প্রতিবেদক

জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষস্থানীয় নেতা ও জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, জাতীয় নির্বাচনের আগে বিরোধী দলগুলো যে ঐক্যফ্রন্ট গড়ে তুলেছিল তা অটুট থাকবে। তিনি বলেন, ঐক্যফ্রন্ট জনগণের ঐক্য। আগামীতে এ ঐক্য আরও শক্তিশালী হবে। জাতীয় ঐক্যফ্রন্টের পরিধি বাড়বে জানিয়ে আ স ম রব বলেন, ‘সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলতে রাজনৈতিক সিদ্ধান্ত নিতে ড. কামাল হোসেনের নেতৃত্বে আগামী বৈঠক করব। এই আন্দোলনের রূপ হবে বৃহত্তর ঐক্য। ঐক্যফ্রন্টকে আরও বিস্তৃত ও ব্যাপক করতে হবে।’ বিএনপি নেতৃত্বাধীন বিরোধী এই জোটের ভবিষ্যৎ করণীয় নির্ধারণে গতকাল জরুরি বৈঠক করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির নেতারা। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে আ স ম রব এসব কথা বলেন। তবে বৈঠকে উপস্থিত হননি জোটের শরিক দল নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। গতকাল বিকাল সাড়ে ৪টায় ফ্রন্টের শরিক জেএসডির সভাপতি আ স ম আবদুর রবের উত্তরার বাসায় এ বৈঠক শুরু হয়ে সন্ধ্যা সোয়া ৬টার দিকে শেষ হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, তার স্ত্রী তানিয়া রব, জেএসডি সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, আল মাহমুদ স্বপন, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুউল্লাহ চৌধুরী, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, অধ্যাপক আবু সাঈদ, সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া, নাগরিক ঐক্যের যুগ্ম-আহ্বায়ক ডা. জাহিদুর রহমান, নাগরিক ঐক্যের নেতা মমিনুল ইসলাম প্রমুখ বৈঠকে উপস্থিত ছিলেন। আ স ম রব বলেন, ‘সরকারবিরোধী যত রাজনৈতিক দল আছে, সেসব দল নিয়ে বৃহত্তর ঐক্য গড়ার মাধ্যমে স্বৈরাচার সরকারের হাত থেকে গণতন্ত্র উদ্ধারের আন্দোলন অব্যাহত রাখব।’তিনি অভিযোগ করে বলেন, উন্নয়নের নামে রাষ্ট্রীয় সম্পদের হরিলুট চলছে। একটা বালিশ তুলতে এক হাজার টাকা লাগে, এমন কথা কেউ শোনেনি। একটা বালিশের দাম ছয় হাজার টাকা, সারা দুনিয়ায় এমন ইতিহাস নেই। তিনি বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধার ও আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের শাসন প্রতিষ্ঠাসহ রাজনীতির গুণগত পরিবর্তন করা- নির্বাচনের আগে জাতির কাছে এই প্রতিশ্রুতিতে নির্বাচনে গিয়েছিলাম। এটি এখনো আদায় করতে পারিনি। এটি আদায় না করা পর্যন্ত আন্দোলন ও ঐক্য অব্যাহত থাকবে।’ গত নির্বাচনে রাষ্ট্রীয়ভাবে ভোট ডাকাতি হয়েছে অভিযোগ করে আ স ম রব সাংবাদিকদের বলেন, ‘বিষয়টি নিয়ে আপনাদের প্রশ্ন থাকতে পারে। কিন্তু এর উত্তর আজকে আমরা দেব না। আমাদের নেতা ড. কামাল হোসেনের সঙ্গে বৈঠক করার পর আপনাদের মাধ্যমে জনগণকে আমরা সে উত্তর দেব।’ সাংবাদিকদের উদ্দেশে জেএসডি সভাপতি বলেন, ‘আপনারা জনগণের অংশ, আমাদের অংশ। আশা করি পজেটিভ নিউজ করবেন, যা করলে জনগণের ক্ষতি না হয়।’ জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির এই নেতা বলেন, সরকার রাষ্ট্রীয় বাহিনীকে বেআইনিভাবে প্রয়োগ করে রাষ্ট্র ও সমাজ-জীবনে অন্যায়ের বিস্তার করে দিয়েছে। আজকে প্রতিদিন নারী-শিশু নির্যাতন হচ্ছে, কৃষক ধানের দাম পাচ্ছে না। যারা বিদেশে চাল রপ্তানি করছে, তাদের ভর্তুকি দিচ্ছে সরকার, কৃষককে দিচ্ছে না। নুসরাত হত্যায় জড়িত ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু প্রসঙ্গে তিনি বলেন, ‘তাকে গ্রেফতার করা হয়নি। এ পর্যন্ত একটি নির্যাতনেরও বিচার হয়নি। রিপোর্ট পাওয়া যায় না। ফলে ঘুষ, দুর্নীতি বেড়েই চলেছে। অন্যায় করলে বিচার হবে এ কথা দেশের মানুষ ভুলে গেছে। অন্যায় করলে তোমার বিচার হবে, এটা বোঝাতে হবে।’ জাতীয় ঐক্যফ্রন্টের এই নেতা বলেন, ‘কাদের সিদ্দিকী যে চিঠি দিয়েছেন ড. কামাল হোসেনসহ ঐক্যফ্রন্টের কাছে, এই চিঠির উত্তর কী হবে? যদি সংসদ অবৈধ হয়, তাহলে আপনাদের দলের লোকেরা কেন গেল?’ তিনি বলেন, বেগম খালেদা জিয়া কারাগারে। তার হাসপাতালে বোমা পাওয়া গেছে। তার জীবন হুমকির মুখে। হাজার হাজার কর্মী কারাগারে। খালেদা জিয়াসহ সরকারবিরোধী সব নেতা-কর্মীকে কারামুক্ত না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর