মঙ্গলবার, ১১ জুন, ২০১৯ ০০:০০ টা

বাংলাদেশের সেমিফাইনালের আশা আছে

ক্রীড়া প্রতিবেদক, ব্রিস্টল থেকে

বাংলাদেশের সেমিফাইনালের আশা আছে

মাশরাফি বিন মর্তুজা

প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর আশার আলো যেভাবে জ্বলজ্বল করছিল, পরের দুই ম্যাচে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিরুদ্ধে হেরে তা অনেকটাই ম্লান হয়ে গেছে। আর আজ যদি বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হয়ে যায় তাহলে আরও কঠিন হয়ে যাবে। তবে এখনো সেমিফাইনালে খেলার ব্যাপারে আশাবাদী অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তিনি বলেন, ‘সেমিফাইনালে ওঠার পথটা খুবই কঠিন। তবে অসম্ভব নয়। নিউজিল্যান্ডের বিরুদ্ধে আমাদের জেতা উচিত ছিল। এখন আমরা সামনের দিকে তাকাচ্ছি। এই ম্যাচ থেকে ২ পয়েন্ট পাওয়া খুবই জরুরি।’ শ্রীলঙ্কার বিরুদ্ধে আজকের ম্যাচটি পাখির চোখ করে রেখেছেন মাশরাফি। জিতলে প্রশংসা এবং হারলে সমালোচনা- এটা খুবই স্বাভাবিক বিষয়। প্রশংসা শুনলে যেমন ভালো লাগে, তেমনি সমালোচনায় মন খারাপ হয়ে যায়। আর মন খারাপ হলে পারফরম্যান্সেও নেতিবাচক প্রভাব পড়তে পারে। এ জন্য বাইরের আলোচনা থেকে নিজেকে এবং সতীর্থদের দূরে রাখার চেষ্টা করেন মাশরাফি, ‘আমরা ইতিবাচক আছি। বাইরের আলোচনায় কান দিলে, মনে তা প্রভাব ফেলতে পারে। তাই যত দূর সম্ভব দূরে থাকার চেষ্টা করছি।’ প্রশ্ন উঠেছে মাশরাফির নিজের পারফরম্যান্স নিয়েও। গতকাল দারুণ একটা ব্যাখ্যাও দিয়েছেন টাইগার দলপতি, ‘ভালো না খেলতে পারলে প্রশ্ন ওঠাই স্বাভাবিক। খারাপ খেললে আমার নিজের কাছে প্রশ্ন জাগে! আমি সব সময় চাই, সেরাটা পারফরম্যান্স করতে। দলের জয়ে বড় ভূমিকা রাখতে।’ বাংলাদেশ দল যে পরিকল্পনা নিয়ে বিশ্বকাপে খেলতে নেমেছে, এখন পর্যন্ত সঠিক পথেই এগোচ্ছে। যদিও নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারটা মানসিকভাবে কিছুটা দুর্বল করে দিয়েছে। তবে আজ শ্রীলঙ্কাকে হারাতে পারলেই যে পুরো দল আত্মবিশ্বাসী হয়ে উঠবে তা তো বলার অপেক্ষা রাখে না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর