মঙ্গলবার, ১১ জুন, ২০১৯ ০০:০০ টা

অসুস্থ রিজভী কার্যালয়েই চিকিৎসাধীন

নিজস্ব প্রতিবেদক

অসুস্থ রিজভী কার্যালয়েই চিকিৎসাধীন

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তাকে স্যালাইন দিয়ে রাখা হয়েছে। রবিবার দিবাগত রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। তার রক্তচাপ বেড়ে গেছে। সোমবার সকাল থেকেই চিকিৎসকের পরামর্শে তাকে স্যালাইন দিয়ে রাখা হয়েছে। গতকাল বিকালেও তার অবস্থা অপরিবর্তিত ছিল। প্রফেসর ডা. রায়হানের তত্ত্বাবধানে এবং ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ বেশ কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। প্রয়োজনে যে কোনো সময় তাকে হাসপাতালে নেওয়া হতে পারে। কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রবিবার রাতে হঠাৎ করে কয়েকবার বমি করেন রিজভী আহমেদ। রাতেই চিকিৎসকরা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসে তাকে দেখে গেছেন। চিকিৎসকদের  প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ সেবন করছেন। এখন তার শরীরে স্যালাইন চলছে। এরশাদবিরোধী আন্দোলনে পেটে গুলিবিদ্ধ হয়েছিলেন রিজভী আহমেদ। সে যাত্রায় বেঁচে গেলেও ওই ঘটনায় প্রায়ই অসুস্থ হয়ে পড়েন বিএনপির এই নেতা। দলের দুর্দিনের সুহৃদ হিসেবে পরিচিত এই নেতা গ্রেফতার এড়াতে দীর্ঘদিন ধরেই দলীয় কার্যালয়ে অবস্থান করছেন।

সর্বশেষ খবর