শুক্রবার, ১৪ জুন, ২০১৯ ০০:০০ টা

পোশাকশিল্পে প্রণোদনা ২৮২৫ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পে আরও ২ হাজার ৮২৫ কোটি টাকা প্রণোদনা প্রদানের ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেছেন, এখন তৈরি পোশাকের চারটি খাত ৪ শতাংশ রপ্তানি প্রণোদনা পাচ্ছে। আগামী অর্থবছর থেকে তৈরি পোশাকের বাকি সব খাতের জন্য ১ শতাংশ রপ্তানি প্রণোদনার প্রস্তাব করছি। সে হিসেবে ২০১৯-২০ অর্থবছরের বাজেটে আরও ২ হাজার ৮২৫ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করছি। গতকাল জাতীয় সংসদে নতুন অর্থবছরের বাজেট বক্তৃতায় এসব কথা বলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি আরও বলেন, তৈরি পোশাকশিল্পে আয়কর ১২ শতাংশ। তবে গ্রিন বিল্ডিং সার্টিফিকেশন থাকলে এ হার ১০ শতাংশ। এ ছাড়া টেক্সটাইল খাতের আয়কর হার ১৫ শতাংশ। এ খাত দুটি অনেক বছর যাবৎ হ্রাসকৃত করহার সুবিধা ভোগ করছে। এ বছর ৩০ জুন এ সুবিধার মেয়াদ শেষ হবে। দেশের অর্থনীতিতে বিশেষ করে রপ্তানি ও কর্মসংস্থান বাড়াতে এ খাত দুটির অবদান বিবেচনায় আমি হ্রাসকৃত করহারের এ সুবিধা অব্যাহত রাখার প্রস্তাব করছি।

সর্বশেষ খবর