শুক্রবার, ১৪ জুন, ২০১৯ ০০:০০ টা

গ্যালারিতে ছিলেন মুহিত

নিজস্ব প্রতিবেদক

গ্যালারিতে ছিলেন মুহিত

২০১৯-২০ অর্থবছরের বাজেট উত্থাপনের সময় অধিবেশনে উপস্থিত ছিলেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গতকাল বিকাল ৩টা ৩৮ মিনিটে হুইল চেয়ারে সংসদের ভিআইপি গ্যালারিতে প্রবেশ করেন ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা আবুল মাল আবদুল মুহিত। গতকাল বিকাল ৩টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। বাজেট প্রস্তাব পেশের ধরনকে ‘অভিনব’ উল্লেখ করে  মুহিত বলেন, দিস ইজ নিউ ট্রাডিশন। কর আদায়ের টার্গেট অর্জন করা গেলে বাজেট বাস্তবায়ন সম্ভব হতে পারে। বাজেট বক্তৃতা শুনে সংসদ থেকে বের হওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হ্যাঁ, সম্ভব হতে পারে। আমাদের দেশে ট্যাক্স পেয়ার লোয়েস্ট, এটা যদি পরিবর্তন করতে পারে, (বাজেট বাস্তবায়ন) হাইলি পসিবল।’ আবুল মাল আবদুল মুহিত বলেন, সাধারণত আমরা মন্ত্রীরা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বাজেট পেশ করি। এবারে প্রধানমন্ত্রী বাজেট পেশ করেছেন। দিস ইজ নিউ ট্র্যাডিশন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর