শনিবার, ১৫ জুন, ২০১৯ ০০:০০ টা

রুটের সেঞ্চুরিতে ইংল্যান্ডের জয়

ক্রীড়া প্রতিবেদক

রুটের সেঞ্চুরিতে ইংল্যান্ডের জয়

বল হাতে ২ উইকেট। তখনই পরিষ্কার হয়েছিল সাউদাম্পটনের রোজ বোলের দিনটি হবে জো রুটের। হয়েছেও। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮ উইকেটের বড় জয়ে রুট শুধু উইকেট নিয়ে থেমে ছিলেন না। ব্যাট হাতে তুলে নেন চলতি বিশ্বকাপে নিজের দ্বিতীয় সেঞ্চুরি। ম্যাচ সেরা রুট অপরাজিত ছিলেন ১০০ রানে। আগের সেঞ্চুরিটি পাকিস্তানের বিপক্ষে ১০৭ রানের। সব মিলিয়ে চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক রুট। ৪ ম্যাচে ২ সেঞ্চুরি ও এক হাফ সেঞ্চুরিতে ৯৩ গড়ে ২৭৯ রান। চতুর্থ ম্যাচে ইংল্যান্ড তৃতীয় জয় নিয়ে যখন মাঠ ছাড়ে, তখনো ১৬.৫ ওভার বা ১০১ বল বাকি ছিল। চার নম্বর ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের এটা দ্বিতীয় হার। বিশ্বকাপে দুই দলের প্রথম মুখোমুখিতে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। ১৯৭৯ সালের ওই জয়ের পর ক্রিকেট মহাযজ্ঞে ক্যারিবীয়রা আরও ৬ বার মুখোমুখি হয়েছে ইংল্যান্ডের। জিততে পারেনি কোনো বারই। গতকাল বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা ষষ্ঠ জয় তুলে নেয় ইংল্যান্ড।  প্রথমে ব্যাট করে দুই ইংলিশ পেসার জোফরা আর্চার ও মার্ক ওডের সাঁড়াশি আক্রমণে ৪৪.৪ ওভারে মাত্র ২১২ রানে গুটিয়ে যায় প্রথম দুই আসরের চ্যাম্পিয়নরা। সর্বোচ্চ ৬৩ রান করেন নিকোলাস পুরান। এ ছাড়া ক্রিস গেইল ৩৬ ও শিমরন হেটমায়ার ৩৯ রান করেন। আর্চার ৩০ ও ওড ১৮ রানে ৩টি করে উইকেট। রুট ২ উইকেট নেন ২৭ রানের খরচে। টার্গেট ২১৩। যে দল আগের তিন ম্যাচে তিনশোর্ধ্ব রান করেছে অনায়াসে, তাদের জন্য ওভার প্রতি সোয়া চারের টার্গেট মামুলিই! দুই ইংলিশ ওপেনার জনি বেয়ারস্টো ও রুট ৯৫ রানের ভিত দিয়ে জয়ের পথ সুগম করে দেন। বেয়ারস্টো সাজঘরে ফিরেন ব্যক্তিগত ৪৫ রানে। দ্বিতীয় উইকেট জুটিতে রুট ও ক্রিস ওয়াক্স ১০৪ রান যোগ করেন। ওয়াক্স ৪০ রানে ফিরলেও রুট অপরাজিত থাকেন ১০০ রানে। ১৩৬ ক্যারিয়ারে যা তার ১৬ নম্বর সেঞ্চুরি। সেঞ্চুরির ইনিংসটি খেলেন ৯৩ বলে ১১ চারে। এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫১, পাকিস্তানের বিপক্ষে ১০৭ ও বাংলাদেশের বিপক্ষে ২১ রান করেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর